উমামার মা!
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৮ জুন, ২০১৫, ০২:০৬:৫১ রাত
না রোদ না বৃষ্টি
আজ কেন সকালটা এতো মিষ্টি
জানিনা জানিনা জানিনা
তোমাকে ছাড়া কিছুই ভাবা যাচ্ছেনা
উমামার মা!
আজ কেন দুপুরটা এতো কাঁপছে
চাল নেই চুলো নেই
তবুও চুলোয় রান্না চাপছে
জানিনা জানিনা জানিনা
কোথা হতে চাল ডাল জোগাড় রেখেছিল
উমামার মা!
আজ কেন বিকেলটা থমকে
থেকে থেকে দিচ্ছে আমায় চমকে
সংসারতো করি রোজ নতুনতো আর না
জানিনা জানিনা জানিনা
আমায় সে জাদু করেছে কি'না
উমামার মা!
আজ কেন সন্ধ্যায় লোডশেডিং
মোমবাতি নেই ঘরে নেই কেরোসিন
অদ্ভূত এক আলো রেখা আমার ঘরে
উমামা নানুর বাড়ী আসবে দু'দিন পরে
জানিনা জানিনা জানিনা
আমায় একা রেখে থাকে কি করে জানিনা
উমামার মা!
বিষয়: বিবিধ
৮১৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না..
ভাল লাগল. ধন্যবাদ।
কেমন বিরহ...
মন্তব্য করতে লগইন করুন