- ভাঙ্গা গ্লাস এবং কিছু টুকরো
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ জুন, ২০১৫, ০৪:৩৭:১৫ রাত
চাইলেই ছাড়তে পারি গ্লাসটা
টুক করে পড়ে গিয়ে টুকরো
চাইলেই শেষ হয়না মাসটা
রাতটা শেষ হলেই শুক্র।
ঘুরে ফিরে শুনছি সেই গানটা
শেষ মানেই ঘুরে আবার শুরু
সুতোয় পড়ে যখন টানটা
ঘুড়িটা কুচকায় তার ভুরু।
সেই কবে মিলিয়ে গেছে বোধটা
ধরে হাত ছেড়ে ছিল ভীরু
সন্ধ্যায় মিলিয়ে গেলে রোদটা
চুপি চুপি ঘুরে যায় মিরু।
বিষয়: বিবিধ
১১০৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন