- ভাঙ্গা গ্লাস এবং কিছু টুকরো

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ জুন, ২০১৫, ০৪:৩৭:১৫ রাত

চাইলেই ছাড়তে পারি গ্লাসটা

টুক করে পড়ে গিয়ে টুকরো

চাইলেই শেষ হয়না মাসটা

রাতটা শেষ হলেই শুক্র।

ঘুরে ফিরে শুনছি সেই গানটা

শেষ মানেই ঘুরে আবার শুরু

সুতোয় পড়ে যখন টানটা

ঘুড়িটা কুচকায় তার ভুরু।


সেই কবে মিলিয়ে গেছে বোধটা

ধরে হাত ছেড়ে ছিল ভীরু

সন্ধ্যায় মিলিয়ে গেলে রোদটা

চুপি চুপি ঘুরে যায় মিরু।

বিষয়: বিবিধ

১১০৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

327615
২৭ জুন ২০১৫ সকাল ০৯:৫৮
ঝিঙেফুল লিখেছেন : আবারও মিরু?
২৯ জুন ২০১৫ রাত ০১:৫৬
270216
বাকপ্রবাস লিখেছেন : মিরু না হয়ে অন্য কেউ হতে পারতো বাট ছন্দটা মিলানোর জন্য মিরু চলে আসলRolling on the Floor
327638
২৭ জুন ২০১৫ দুপুর ০২:২২
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : খুব ভাল লাগলো, ধন্যবাদ আপনাকে
২৯ জুন ২০১৫ রাত ০১:৫৬
270217
বাকপ্রবাস লিখেছেন : খুব করে ধন্যবাদ নেবেন
327643
২৭ জুন ২০১৫ দুপুর ০২:৪৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এইবার কিন্তু আমি খবর দিমুই দিমু!!
২৯ জুন ২০১৫ রাত ০১:৫৭
270218
বাকপ্রবাস লিখেছেন : উমামার মারে নিয়া লিখছি হেইডা দিয়ে আসেন বহুত ফায়দা হপে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File