- বাঁশ

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২২ জুন, ২০১৫, ১২:৫৯:২১ দুপুর



বাঁশের বহর যাচ্ছে কোথায় কিসের এতো কাম-রে?

কিসের এতো তাড়ারে ভাই একটু না'হয় থামরে।

কে শুনেগো কার কথা যাচ্ছে বাঁশ বহরে বহর

মুলি বাঁশ তল্লা বাঁশ হরেক বাঁশে পুরছে শহর।

Hot

খেলার সাথে বাঁশের যোগ আছে নাকি নাই জানা

শুনলাম আজ খেলা আছে বাঁশ কি তবে দেবে হানা!

আমি বাপু ওসবে নেই বাশেঁর গিরায় চোট লাগে

ওই যে দেখো বাঁশের ভয়ে খেলা ছেড়ে দল ভাগে।

বিষয়: বিবিধ

১১৮৬ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

327082
২২ জুন ২০১৫ দুপুর ০১:১৬
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ঠিক জায়গায় ঠিক বাঁঁশ দিয়েছে বাংলাদেশ। সাবাস!! অনেক ধন্যবাদ।
জনাব ইদানীং ম্যাগ,আপনার কাঙ্খিত স্থানে পৌঁছে দিয়েছি।
২২ জুন ২০১৫ দুপুর ০১:৩২
269313
বাকপ্রবাস লিখেছেন : আন্তরিক ধন্যবাদ জানবেন বড়ভাই
২২ জুন ২০১৫ দুপুর ০২:১২
269319
বাকপ্রবাস লিখেছেন : বড় ভাই একটু কষ্ট দেব, বই এ আমার লিখা থাকলে মোবাইলে হলেও চলবে, ছবি তুলে প্রচ্ছদ সহ দিলে ফেবুতে শেয়াব দেব ভাবছি, আর নিজের লিখা পড়ার আনন্দ তো আছেই
২২ জুন ২০১৫ দুপুর ০৩:৪১
269346
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আমার সাথে আপনার লিঙ্ক আছে ভাইয়া..https://www.facebook.com/minhazulislammohammed.masum
327085
২২ জুন ২০১৫ দুপুর ০১:৪৭
ছালসাবিল লিখেছেন : আমি সাওম পালন করছি,আমি সাওম পালন করছি Smug
তাই হাসতে পারছি নাহ্ Big Grin Unlucky
২২ জুন ২০১৫ রাত ১১:৩৫
269388
বাকপ্রবাস লিখেছেন : ইফতারের পরে সাইরা নিয়েন
327094
২২ জুন ২০১৫ দুপুর ০২:২৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দাদা বাঁশ নিয়া যান!!
২২ জুন ২০১৫ রাত ১১:৩৫
269389
বাকপ্রবাস লিখেছেন : গিরাগাট্টা ঠিক আছেতো!
327111
২২ জুন ২০১৫ বিকাল ০৪:৫৩
আবু জারীর লিখেছেন : বাঁশ বাগানের ওপর দিয়ে ভাগছে দেখ ইন্ডিয়া
এর আগেও ভেগে গেছে পাকিস্তানের সিন্ধিয়া।
২২ জুন ২০১৫ রাত ১১:৩৬
269390
বাকপ্রবাস লিখেছেন : বাঁশ কিন্তু মজুদ আছে যতবার আসে
যত চায় দেয়া যাবে আনন্দ উল্লাসে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File