- প্লাষ্টিক
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ জুন, ২০১৫, ০৪:৪২:৩৮ বিকাল
হার হামেশা আসা যাওয়ায়
ঝুলছি বাসে গুমোট হাওয়ায়
পান পরাগের মুখে হাসি
কন্ট্রাক্টারে বাজায় বাঁশী।
ফেলতে ফেলতে পানের পিক
ওস্তাদ ডাইনে চাপেন, বামে প্লাষ্টিক।।
এইযে ভাইয়া থামতে হবে
থামবে গাড়ী বললে তবে।
চাপড়ে পিঠে দরজার পরে
ব্র্যাক কষার ঘন্টা পড়ে।
হাসতে হাসতে বলবে ঠিক
ওস্তাদ বামে চাপেন, ডাইনে প্লাষ্টিক।।
চলছে গাড়ী মিটার ছাড়া
কালো ধোঁয়া লাগাম হারা
জায়গাতো নেই ভেতর পানে
তুলে আরো হেচকা টানে।
চালায় ওস্তাদ ধিনাক ধিক
বামে রিকসা ডানে প্লাষ্টিক।।
বিষয়: বিবিধ
৭৮৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কালো ধোঁয়া লাগাম হারা
জায়গাতো নেই ভেতর পানে
তুলে আরো হেচকা টানে।
চালায় ওস্তাদ ধিনাক ধিক
বামে রিকসা ডানে প্লাষ্টিক।।
মন্তব্য করতে লগইন করুন