- মেট্রো শহর রাতের শহর

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ জুন, ২০১৫, ১১:৪৭:০৫ সকাল

রাত্রি হলে আসর জমে

বাসর জমে জনে জনে

মেট্রো শহরে রাত আধাঁরে

জমে উঠে পুরো দমে্

দিনের আলোয় যায়না বুঝা

কোনটা আসল কোনটা খোজা

মুখোষ পরে আছে বসে

মানুষ বুঝা নয়তো সোজা।


মেট্রো শহর রূপ মহলে

বদলায় রূপ সন্ধ্যা হলে

নর নারী ভেদ ভুলে যায়

বরফ কুচির কড়া জলে।

মেট্রো শহর দিনে অন্ধ

জায়না বুঝা ভালো মন্দ

রাত্রি হলেই আসল রূপে

ফোটে সে ছড়ায় গন্ধ।

বিষয়: বিবিধ

৯৫৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

325515
১৩ জুন ২০১৫ সকাল ১১:৫১
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৬ জুন ২০১৫ দুপুর ১২:৩৪
268383
বাকপ্রবাস লিখেছেন : খুব করে ধন্যবাদ নেবেন, মাএহ রমজান এর অগ্রীম শুএভচ্ছা Good Luck Good Luck
325592
১৩ জুন ২০১৫ বিকাল ০৫:৪৯
এ,এস,ওসমান লিখেছেন : ভালো লাগলো
১৬ জুন ২০১৫ দুপুর ১২:৩৪
268384
বাকপ্রবাস লিখেছেন : খুব করে ধন্যবাদ নেবেন, মাএহ রমজান এর অগ্রীম শুএভচ্ছা Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File