- ছুটির দিনে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ জুন, ২০১৫, ১১:৫৫:১২ রাত
দিনটি আজ যায়নি ভালো মন্দে
পড়ে আছি অন্য রকম ছন্দে।
শুক্রবারের ছুটি তাই নাই কাজ-কাম
বেলা করে উঠে বসে চুলকায় চাম।
কি জানি কি হলো আজ মনটায়
শুয়ে আছি, বসে আছি অন্য কিছু চায়।
তোকে আর কি দেব বল, বল বল...
চুপ কেন হারামজাদা চাই নাকি জল।
যাবি নাকি শৈশবে আবার কিংবা কৈশর ভাজে
নাকি যাবি প্রথম ওম শীতলাগা কাঁথার ভাজে।
এভাবে আর কদ্দিন যাবে ঘোরের মধ্যে থেকে
গা ঝাড়া দিয়ে উঠনারে মন এবার একটু ঝেকে।
দেখে নে তুই চারপাশ কেমন সুন্দর বিকেল
মাঠের কোনে বসে বাদাম চিবোচ্ছে হিমেল।
সেও কি একা আজ সুতপা দিয়েছে আড়ি
তারও কি রান্না হয়নি আজ শূন্য ভাতের হাড়ি।
অতো ভেবে কাজ নেই মন অন্য পথে চল
তোর আজ কি হলো একটু খুলেই বল।
কেনো তোর লাগছেনা ভালো মন্দ আবার নয়
ছুটির দিনে ঘুরে ফিরে এমন কেন হয়!
বলবিনাতো জানি আমি থাক তোর মতো
শনিবারের ঘন্টা বাকি ভুলে যা বিশেষ ক্ষত।
বিষয়: বিবিধ
৮৩০ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চুক্তি ডিসমিস
সময় দৈড়ে দৈড়ে চলে।
বন্ধের দিন এলে,
ঘড়ি জোরে চলে।
বন্ধের দিন এলে,
কাজগুলো জাই ভুলে।
বন্ধের দিন এলে,
ডেনমার্কে যাই চলে।
সময় দৈড়ে দৈড়ে চলে। Hot
বন্ধের দিন এলে,
ঘড়ি জোরে চলে। Cook
বন্ধের দিন এলে,
কাজগুলো জাই ভুলে। At Wits' End
বন্ধের দিন এলে,
ডেনমার্কে যাই চলে।
মন্তব্য করতে লগইন করুন