- রোহিঙ্গা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৬ মে, ২০১৫, ০৬:২৭:৫৬ সন্ধ্যা
খোদা তুমি দয়ার সাগর সাগরে তাই ভাসি
জন্ম মোদের আজন্ম পাপ কান্না মোদের হাসি।
তোমার ধর্মে দীক্ষা নিয়ে হলাম মাটি হারা
মঘের মুল্লুক দুনিয়া আজ মুমিন ঈমান ছাড়া।
মৃত্যুর বোঝা কাঁধে নিয়ে দিলাম সাগর পাড়ি
মরনতো আর দেয়না ধরা হাড় যায় চামড়া ছাড়ি।
তোমার সৃষ্ট শ্রেষ্ঠ জীব মানব বানালে তুমি
জনে জনে ধর্ম দিলে কাড়লে আমার ভুমি।
এক সাগর নোনা জল তবু ছিলোনা অধীকার
মাটি গেল জলও গেল স্বাধ নেই আর বাঁচিবার।
অসীম তোমার দুনিয়া দারী লোভ নাই আর তাতে
সাড়ে তিন হাত মিলে যদি চাইনা ডালে ভাতে।
দিবি নাকি তুই মৃত্যুর স্বাদ সেটাই চাওয়া শেষে
ঈমাণ হারা হইনি তবু তোকে ভালোবেসে।
১৬.০৫.২০১৫/১৫.১০
বিষয়: বিবিধ
৯৬৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর মুসলিম জাহান তার কথা আর কি বলব, মুসলিম জাহানেরা বাদশারা তাদের হেরেম সাঁজাতে ব্যস্ত, সেখানে কি ইসরাইলী না কি ভারতী, না কি ইউরোপীয় নারী বেশী শোভা পাবে সেই চিন্তায় অস্থির, কেউবা ঘোড়ার রেসে ব্যস্ত। কেউবা সোনার তৈরি বাথরুম সাঁজাতে ব্যস্ত। কিন্তু এই জাহানের প্রকৃত মালিক সবই দেখছেন, ঐ জীব গুলোরও মালিক তিনি, একসময় তারাও ঐ অঞ্চলে রাজত্ব করেছিল আর আজ তারা মাথা গুঁজার জন্য আল্লাহর জমিনে ঠাই পাচ্ছে না!! দায়িত্ব অবহেলার জন্য, আল্লাহর পাকড়াও থেকে কেউ এদের বাঁচাতে পারবেনা ।
মন্তব্য করতে লগইন করুন