- রোহিঙ্গা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৬ মে, ২০১৫, ০৬:২৭:৫৬ সন্ধ্যা





খোদা তুমি দয়ার সাগর সাগরে তাই ভাসি

জন্ম মোদের আজন্ম পাপ কান্না মোদের হাসি।

তোমার ধর্মে দীক্ষা নিয়ে হলাম মাটি হারা

মঘের মুল্লুক দুনিয়া আজ মুমিন ঈমান ছাড়া।

মৃত্যুর বোঝা কাঁধে নিয়ে দিলাম সাগর পাড়ি

মরনতো আর দেয়না ধরা হাড় যায় চামড়া ছাড়ি।

তোমার সৃষ্ট শ্রেষ্ঠ জীব মানব বানালে তুমি

জনে জনে ধর্ম দিলে কাড়লে আমার ভুমি।

এক সাগর নোনা জল তবু ছিলোনা অধীকার

মাটি গেল জলও গেল স্বাধ নেই আর বাঁচিবার।

অসীম তোমার দুনিয়া দারী লোভ নাই আর তাতে

সাড়ে তিন হাত মিলে যদি চাইনা ডালে ভাতে।

দিবি নাকি তুই মৃত্যুর স্বাদ সেটাই চাওয়া শেষে

ঈমাণ হারা হইনি তবু তোকে ভালোবেসে।


১৬.০৫.২০১৫/১৫.১০

বিষয়: বিবিধ

৯৬৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

320395
১৬ মে ২০১৫ সন্ধ্যা ০৭:১৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : শুভেচ্ছা জানবেন কবি ভাই। বরাবরের মতই আপনার কবিতাটা চমৎকার।
২২ মে ২০১৫ রাত ০৪:৫০
262786
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luck Good Luck
320409
১৬ মে ২০১৫ রাত ০৮:০৮
লজিকাল ভাইছা লিখেছেন : প্রাকৃতিক ভূমিকম্পে যখন নেপাল বিপযস্থ তখন সবার মানবতা জেগে উঠে, একজন জালিম শাসকও ৩০০০ কিলো মিটার দূরে সাহায্য পাঠায় । গুড জব ! আমি সাধুবাদ জানাই। কিন্তূ মানুষ সৃষ্ট ভূমিকম্পে যখন নিজেদের সীমান্ত দেশ আরকান লণ্ডভণ্ড, আরকানের জীব গুলো যখন বাঁচার জন্য আল্লাহ্ জমিনে আশ্রয় না পেয়ে কুলহীন সমুদ্রতে জাপিয়ে পড়ছে, তখন আমাদের চেতনা বেঘোরে ঘুমায়। মদিনা সনদে চলা দেশ এবং তার একছত্র ক্ষমতার মালিক দেশের ১৩ তম পীর এবং একমাত্র মহিলা পীর মনে করেন এরা জীব নয়, উনার সীমান্ত রক্ষীবাহিনী আল্লাহ্ ঐ জীব গুলোর নৌকা দেখলেই গুলি চালায়।
আর মুসলিম জাহান তার কথা আর কি বলব, মুসলিম জাহানেরা বাদশারা তাদের হেরেম সাঁজাতে ব্যস্ত, সেখানে কি ইসরাইলী না কি ভারতী, না কি ইউরোপীয় নারী বেশী শোভা পাবে সেই চিন্তায় অস্থির, কেউবা ঘোড়ার রেসে ব্যস্ত। কেউবা সোনার তৈরি বাথরুম সাঁজাতে ব্যস্ত। কিন্তু এই জাহানের প্রকৃত মালিক সবই দেখছেন, ঐ জীব গুলোরও মালিক তিনি, একসময় তারাও ঐ অঞ্চলে রাজত্ব করেছিল আর আজ তারা মাথা গুঁজার জন্য আল্লাহর জমিনে ঠাই পাচ্ছে না!! দায়িত্ব অবহেলার জন্য, আল্লাহর পাকড়াও থেকে কেউ এদের বাঁচাতে পারবেনা ।
২২ মে ২০১৫ রাত ০৪:৫১
262787
বাকপ্রবাস লিখেছেন : সউদি আরব অনেক রোহিংগাকে আশ্রয় দিয়েছে অবশ্য, সেখানে রোহিঙ্গার অবৈধ হলেও সরকার কিছু করেনা, ছেড়ে দেয়
320458
১৭ মে ২০১৫ রাত ০১:৪৬
বৃত্তের বাইরে লিখেছেন : এত ঘটনা চারদিকে তবু আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করার মত কিছু খুঁজে পায়না ! আজব
২২ মে ২০১৫ রাত ০৪:৫১
262788
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File