- প্রার্থনা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ মে, ২০১৫, ১১:৪১:০৩ সকাল

দিবা নিশী করি ভজন

বসে আছে মহাজন

সব দায় আমার গুরু

শেভিং ক্রীমে দন্ত মজন।

পান থেকে চুন খসলে পরে

এক ঠেলাতে দুযোখ পাঠায়

তোমার নামে চাঁদাবাজি

মোড়ে মোড়ে মাজার বানায়।

আমি অধম পাপী বান্দা

বেহেস্ত লোভে মজি নাই

তোমার গুণে মুগ্ধ হয়ে

পাঁচ বেলাতে সিজদা তায়।

খুঁটি ছাড়া দাওনা সাড়া

আসল খুঁটি কোথা পায়

কথায় কথায় ভন্ড পীরে

দোজখ যাবার ভয় দেখায়।

ক্ষমা কর অভাজন

পাপ পূণ্যের নাই ওজন

হেলায় ধূলায় জীবন পার

করি দিন গুজারন।

বিষয়: বিবিধ

৮৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File