- কবি যদি হতাম আমি

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৯ এপ্রিল, ২০১৫, ০২:১৩:২৪ দুপুর

কবিরা বোকা তাই খুঁজে সুখ কবিতায়

কতো কি খুঁজে পায় পুরোনা ছবিটায়।

সাদামাটা চোখে যাহা রসহীন ছাইপাশ

কবিরা সেখানেই খুঁজে ফেরে উচ্ছাস।


কবিদের ঘুম নেই ঘুমেও থাকে জেগে

কতো কি ভেবে মরে ভাবনার আবেগে।

কবিরা কবি তায় লিখে যায় লিখে যায়

আমিও কবি হবো খুব করে মন চায়।


আমারও মনে জাগে সেই চোখে আঁকতে

চোখটা বুজে তবু ঘুমে জেগে থাকতে।

(মাত্রা ১৪/অন্তমিল)

২৯.০৪.২০১৫/১০.৪০

বিষয়: বিবিধ

৮৬৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

317438
২৯ এপ্রিল ২০১৫ দুপুর ০২:২৪
মোহাম্মদ লোকমান লিখেছেন : অনুভূতির সুন্দর প্রকাশ।

মাঝে মধ্যে টুক টাক ছড়া লিখতাম। অনেক দিন হয় ক্ষ্যামা দিয়েছি। আপনার চর্চা দেখে আবারও মন চায়
কবিতা লিখতে। কিন্তু সেই যে তার ছিঁড়েছে আর জোড়া লাগছে না!
২৯ এপ্রিল ২০১৫ দুপুর ০২:২৯
258579
বাকপ্রবাস লিখেছেন : শুরু করে দিন বড় ভাই, বাহার ভাইকে দেখেন, যেটা ধরে লেগে থাকে, ইদানিং খুব সুন্দর কবিতা লিখছে
317442
২৯ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:০৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : খুব ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে
২৯ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:১৫
258593
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ জানবেন খুব করে
317491
২৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:২১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনি তবে কি??? আওয়ামি লিগ!!!
২৯ এপ্রিল ২০১৫ রাত ০৮:০৪
258633
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File