রাজনীতি থেকে অবসরে গেলেন মনজুর

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৮ এপ্রিল, ২০১৫, ০২:১৬:০৬ দুপুর



ছেড়ে দে মা কেঁদে বাঁচি

নাম নেবনা মুখে

আগে কতো ভালো ছিলাম

ছিলাম তোর বুকে।

ভুল করেছি মেয়র হয়ে

খেপিয়ে ছিলাম তোকে

পুড়ছি আমি মনে প্রাণে

গ্যাস্ট্রিক হলো বুকে।


ব্যাবসা পাতি যা আছে সব

করবো মন দিয়ে

খেপিসনে মা কথা দিলাম

খেলবনা ভোট নিয়ে।

ডোনেশান যা দিতাম আগে

দেবো আবার দেবো

বিনিময়ে আচল তলে

ঠাঁইটা দিস মাগো।

বিষয়: বিবিধ

৯৭৭ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

317300
২৮ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৫৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : Excellent Excellent Thumbs Up Thumbs Up
317301
২৮ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:০২
হতভাগা লিখেছেন : এসব নাটক করছে । আগে থেকেই বুঝেছে যে জিততে পারবে না । এখন বর্জন নাটক করে রাজনীতি থেকে অবসর নিয়ে নিয়েছে ।

হাসিনার সাথে তাল মিলিয়ে না চললে আর কতজনকে যে অবসর নিতে হবে - তা একমাত্র আল্লাহই জানেন ।

খালেদা এখন আবার অবরোধ হরতাল করার মত লোক পাবে না । জনগন যে তার ২০ দলের সাথে নেই তা তিনি যত তাড়াতাড়ি বুঝবেন ততই উনার জন্য লাভজনক হবে ।

317303
২৮ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:১৬
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : মাশ-আল্লাহ! অনেক ভালো লাগলো অনেক ধন্যবাদ আপনাকে!
317317
২৮ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:১৮
শেখের পোলা লিখেছেন : মাতাল কভু মদ ছাড়েনা,
জাণী কভু জেনা৷
রাজনীতিতে ঢুঁকলে মাথা,
বার হয়না জানা৷
317364
২৮ এপ্রিল ২০১৫ রাত ১১:০০
আফরা লিখেছেন : রাজনীতি নেশার মত এটা কেউ ছাড়তে পারবেনা মুখে যতই বলুক ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File