:-: ঝড়:-:
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ এপ্রিল, ২০১৫, ১১:২৮:৩২ সকাল
অনেক চেষ্টায় ভুলতে ভুলতে পড়ছে মনে আবার
হরেক রকম চিন্তা এসে খেলছে আলো আধাাঁর।
সদর দরাজ বদ্ধ করে দিচ্ছি যতো লাগাম
ফাগুন মাসে বৈশাখী ঝড় দিচ্ছে হানা আগাম।
মন ভালো নেই মন ভালো নেই বৃষ্টি আসবে বলে
আকাশ পানে চেয়ে থাকি ভাসি নয়ন জলে।
রংধনু রং স্বপ্ন দিয়ে জাগালে প্রেম মিছে
ভুলের হিসেব দিচ্ছি একা মরিচিকার পিছে।
- কবিতার ব্যাকরণ
পর্ব ৩
অতিপর্ব ১
প্রতিটা পর্ব এর মাত্রা ৪
অতিপর্ব এর মাত্রা ২
মোট মাত্রা ১৪
ছন্দ স্বরবৃত্ত
অন্তমিল
অনেক চেষ্টায় /ভুলতে ভুলতে/ পড়ছে মনে/আবার
২+২ / ২+২/২+২/২
হরেক রকম/চিন্তা এসে/ খেলছে আলো/আধাাঁর
২+২/২+২/২+২/২
সদর দরাজ/ বদ্ধ করে/ দিচ্ছি যতো/ লাগাম
২+২/২+২/২+২/২
ফাগুন মাসে/বৈশাখী ঝড়/দিচ্ছে হানা/আগাম
২+২/২+২/২+২/২
মন ভালো নেই/মন ভালো নেই/ বৃষ্টি আসবে / বলে
১+২+১/১+২+১/২+২/২
আকাশ পানে/ চেয়ে থাকি/ ভাসি নয়ন/জলে
২+২/২+২/২+২/২
রংধনু রং/ স্বপ্ন দিয়ে/ জাগালে প্রেম/ মিছে
১+২+১/২+২/৩+১/২
ভুলের হিসেব/দিচ্ছি একা/মরিচিকার/পিছে
২+২/২+২/৪/২
বিষয়: বিবিধ
১০০৮ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই
ঝড় উঠেছে ঝড়
এইতো আমার ঘর
বাক প্রবাস ভাইয়ে
ঘর রেখে এখন ঝড়।
পরে কোনটা নিয়ে আসবেন, সেই অপেক্ষায় থাকলাম।
কাল বৈশাখীর মাতন দেখে লাগছে খোকার ভয়!
ঘুম ভেঙ্গে জেগে গেলে না জানি কি হয়!
কাজ নেই এই মিছে প্রেম মরীচিকার আলো
সঙ্গে আছে উমামার মা সেই আমার ভালো
সরি ভাইয়া,কবিতা ভালো হয়েছে
মন্তব্য করতে লগইন করুন