-বৈশাখে

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ এপ্রিল, ২০১৫, ০৯:১০:৫৩ রাত



বৈশাখে

রং মেখে

কেউ করে উৎপাত

নির্বাক

নেই বাক

কেউ ভাবে দুধভাত।

বৈশাখে

হাত পাকে

দেয় টান সেলোয়ার,

প্রগতি

হায়! গতি

লাখে লাখ খেলোয়াড়।


বৈশাখে

বোল পাকে

নেমে আসে রাস্তায়,

সম্ভ্রম

চম চম

দিয়ে আসে সস্থায়।

১৫.০৪.২০১৫/১৬.০০

বিষয়: বিবিধ

৯৬১ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

315138
১৫ এপ্রিল ২০১৫ রাত ০৯:১৫
ব্লগার শঙ্খচিল লিখেছেন : দারুন কবিতা

"লিখে যা্ও অবিরাম, যদি ্ও বা জান যায়
বিপ্লব বাঁধা আছে , কলমের পাঞ্জায় ।"
১৬ এপ্রিল ২০১৫ রাত ০২:৫৬
256298
বাকপ্রবাস লিখেছেন : দারুণ বলেছেন, ধন্যবাদ রইল
315147
১৫ এপ্রিল ২০১৫ রাত ১০:১০
নারী লিখেছেন : এই ছবিটা দেখে আমি অনেকক্ষণ কেঁদে ছিলাম।
নারীরা কেন বেঁচে আছে?সব নারীদের মেরে পিষে ফেলত
১৫ এপ্রিল ২০১৫ রাত ১১:১৮
256246
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : সেখানে যাওয়ার দরকার কি? এসব যেন নতুন হচ্ছে? এত নারীবাদি সাজেন কেন? তাদেরকে মানা করলে তো তারাই আবার আমাদেরকে ক্ষাত, মৌলবাদি বলে গালি দেয়।
১৬ এপ্রিল ২০১৫ রাত ০৩:৩৬
256300
বাকপ্রবাস লিখেছেন : মা বাবা অভদ্র অনেখাংশে মেয়েদের এভাবে ছেড়ে দেয়, কেউ কেউ হোষ্টেলে থাকে মা বাবা হয়তো জানেনা বাট খোঁজ রাখা দরকার, কথা হলো কারে কি বলব? মা বাবা যেখানে খবর রাখেনা, আমরা ফেলি চোখের জল, আমার বোন হলে কেমন লাগতো! নিশ্চয় মরে যেতে ইচ্ছে করতো, তেমনি আমার বোন হলে এখানেও তো যেতে দিতামনা
১৬ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:১১
256374
নারী লিখেছেন : (ঘুম ভাঙ্গাতে চাই)আপনি যেভাবে বলছেন মনে হয় আমি আপনাকে গালি দিলাম।
আমারা কি কম কথা শুনিনি?বান্ধুবি হয়ে আরেক বান্ধুবিকে এসবে মানা করায় ক্ষ্যাত,গাঁইয়া বলে গালি আমরা শুনিনি?
এসব নতুন না কিন্তু এই ঘটনা ঠিকই নতুন।
আর আমার নারীবাদি সাজার প্রয়োজন হবে কেন।আমি তো এমনিতেই নারী।এটাই আমার জন্মের দোষ।
315157
১৫ এপ্রিল ২০১৫ রাত ১০:৪৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এইটাই তো বৈশাখি চেতনা!!
১৭ এপ্রিল ২০১৫ রাত ০৪:৪৯
256461
বাকপ্রবাস লিখেছেন : জ্বি চেতনা জাগ্রত থাক সেই কামনা করি
315161
১৫ এপ্রিল ২০১৫ রাত ১০:৫৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ওদের চেতনা এত দন্ডায়মান যে যখন মন চা তখন দন্ডিত চেতনাকে শান্ত করার চেষ্টা করে
১৭ এপ্রিল ২০১৫ রাত ০৪:৪৯
256462
বাকপ্রবাস লিখেছেন : Tongue Tongue Tongue Tongue
315163
১৫ এপ্রিল ২০১৫ রাত ১১:২০
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : প্রতিবারের মতই আজকের খবরেও পড়লাম বর্ষবরণ অনুষ্ঠানে টিএসসিতে নারীরা শ্রীলতাহানির শিকার হয়েছে। এসব নারীদের জন্য আমার জাস্ট করুণাই হয় তার চাইতে বেশি আবেগ আমার মাঝে ইদানিং কাজ করেনা। আগে অনেকবার এসব দেখে কেঁদেছি এখন আর চোখে পানি আসেনা। কারণ তাদের প্রতিবার সতর্ক করা হয় কিন্তু তারা সতর্ককারীদের নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করে, গালাগলি দেয়। অথচ যেই চেতনাবাজদের সাথে গলায় গলা মিলিয়ে এরা ইসলামকে অবজ্ঞা করে, সেই চেতনাধারীরাই সুযোগ পেলে এদের উপর চেতনা প্রয়োগ করে। মূর্খের দল যদিও এরা নিজেদের স্মার্ট বলেই বিশ্বাস করে। ইসলামকে বোঝা মনে করে আর নিজেদের স্বাধীনতার পথে অন্তরায় বলে বিশ্বাস করে। বাস্তবতা হল কলেজ-ভার্সিটির সহপাঠিদের সবসময়ই দেখেছি নারীরা সুন্দর করে সেজেগুজে যখন তাদের সামনে এসে দাড়ায়, সামনে সামনে তারা সেই নারীর প্রতি খুব ভক্তি দেখালেও, সে সরে গেলে পেছন থেকে তাকে মাল, আইটেম বলেই সম্বোধন করে। আর বর্ষবরণ কি ওয়াজ মাহফিলের অনুষ্ঠান যে, সবাই তাদের বোন বোন করে সন্মান করবে?
সুতরাং, তাদের সামান্য হাঁসতে দাও, অতঃপর তারা অনেক বেশি কাঁদবে, এটা হল তাদের (কৃতকর্মের) পুরস্কার যা তারা উপার্জন করতো। (সুরাহ তওবাহ, ৮২)"
১৭ এপ্রিল ২০১৫ রাত ০৪:৫০
256463
বাকপ্রবাস লিখেছেন : অস্থির বোনরা সেখানে যায়
অস্থির ভাইরা লুটে খেতে চায়
315244
১৬ এপ্রিল ২০১৫ সকাল ০৮:০৫
শেখের পোলা লিখেছেন : গুরুজীরা বলে নামো,
সম্ভ্রম বাড়বে৷
ইজ্জত মোয়া নয়
কেউ তা কাড়বে৷
প্রাকটিস করে নাও,
প্রসূতীর কাজটা,
অনায়াসে মিটেযাবে
বহুগামী সাধটা৷৷
১৭ এপ্রিল ২০১৫ রাত ০৪:৫১
256464
বাকপ্রবাস লিখেছেন : গুরুজির কাজ গুরুজি করিবে
বানি দিবে কুকামের
মা বোনেরা দুরে থাকুন
পড়বে টান সম্ভ্রমের

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File