-বৈশাখে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ এপ্রিল, ২০১৫, ০৯:১০:৫৩ রাত
বৈশাখে
রং মেখে
কেউ করে উৎপাত
নির্বাক
নেই বাক
কেউ ভাবে দুধভাত।
বৈশাখে
হাত পাকে
দেয় টান সেলোয়ার,
প্রগতি
হায়! গতি
লাখে লাখ খেলোয়াড়।
বৈশাখে
বোল পাকে
নেমে আসে রাস্তায়,
সম্ভ্রম
চম চম
দিয়ে আসে সস্থায়।
১৫.০৪.২০১৫/১৬.০০
বিষয়: বিবিধ
৯৬১ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"লিখে যা্ও অবিরাম, যদি ্ও বা জান যায়
বিপ্লব বাঁধা আছে , কলমের পাঞ্জায় ।"
নারীরা কেন বেঁচে আছে?সব নারীদের মেরে পিষে ফেলত
আমারা কি কম কথা শুনিনি?বান্ধুবি হয়ে আরেক বান্ধুবিকে এসবে মানা করায় ক্ষ্যাত,গাঁইয়া বলে গালি আমরা শুনিনি?
এসব নতুন না কিন্তু এই ঘটনা ঠিকই নতুন।
আর আমার নারীবাদি সাজার প্রয়োজন হবে কেন।আমি তো এমনিতেই নারী।এটাই আমার জন্মের দোষ।
সুতরাং, তাদের সামান্য হাঁসতে দাও, অতঃপর তারা অনেক বেশি কাঁদবে, এটা হল তাদের (কৃতকর্মের) পুরস্কার যা তারা উপার্জন করতো। (সুরাহ তওবাহ, ৮২)"
অস্থির ভাইরা লুটে খেতে চায়
সম্ভ্রম বাড়বে৷
ইজ্জত মোয়া নয়
কেউ তা কাড়বে৷
প্রাকটিস করে নাও,
প্রসূতীর কাজটা,
অনায়াসে মিটেযাবে
বহুগামী সাধটা৷৷
বানি দিবে কুকামের
মা বোনেরা দুরে থাকুন
পড়বে টান সম্ভ্রমের
মন্তব্য করতে লগইন করুন