’কাশফুল দোল খায়’-এর প্রকাশনা উৎসব
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ এপ্রিল, ২০১৫, ০৬:৩৮:৩১ সন্ধ্যা
পহেলা বৈশাখে ‘ফেনী রিপোর্টার্স ইউনিটি’তে প্রবাসী কবি, ’দৈনিক সুপ্রভাত ফেনী’ ও ’পাক্ষিক ফেনী চিত্র’-এর ’মধ্যপ্রাচ্য প্রতিনিধি’ এনামুল হক মানিকের কবিতা-ছড়া গ্রন্থ ’কাশফুল দোল খায়’-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন ‘ফেনী রিপোর্টার্স ইউনিটি’র সম্মানিত সভাপতি ও ’দৈনিক ফেনীর সময়’ সম্পাদক জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন, অনুষ্ঠানে ‘ফেনী রিপোর্টার্স ইউনিটি’ সম্পাদক ও দৈনিক যুগান্তরের ফেনী জেলা সংবাদদাতা যতন মজুমদার, ’দৈনিক সুপ্রভাত ফেনী’ ও ’পাক্ষিক ফেনী চিত্র’ সম্পাদক শাহজালাল রতন, লেখক-সাংবাদিক ফিরোজ আলম, সাংবাদিক ডালিম মজুমদারসহ ফেনীর বিশিষ্ট সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
-+-+-+-+-+-+-+-+
আামর কথা :
মানিক ভাই এর সাথে প্রথম পরিচয় বিডি টুডে ব্লগে, আমাকে একটু ইংগিত দিচ্ছিলেন গদবাঁধা না লিখে একটু তাল ছন্দ ঠিক রেখে সিরিয়াস লিখা লিখার জন্য, আমার দ্বারা সেটা আদৌ হবে বলে মনে হয়না, তবুও মাঝের মধ্যে পরামর্শ নিই, ঘনিষ্ঠতা আরো বাড়লো 'ছাড়পত্র' পেইজে এসে, ডিজিটাল রিলেশান যদিও, দেখা হয়নি কথা হয়নি সরাসরি, আমার পাশের দেশেই থানেক ইউএইতে, তবুও দুরুত্ব অনেক, তার চাইতে দেশ কাছের, হয়তো কোন একদিন দেখা হয়ে যাবে। আমার কাছে অবশ্য বিমুর্ত ভাবটাই ভাল লাগে, কারো সাথে খুব করে মিশে যেতে পারিনা, বিমুর্ত একটা কাঠামো মাথায় রেখে চলতে ফিরতে মিশতে ভাল লাগে, প্রিয় মানিক ভাই বিমুর্তই থাক হয়তো সেটাই মজার, কবিতার মতো একটা আবছা জগৎ.....................
বিষয়: বিবিধ
৮৮৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনি বিহ্সয় ভিত্তিক লিখলে আমার বিশ্বাস আপনি অনেক দূর যেতে পারতেন ভাইয়া ,,পরামর্শ নয় শুধু মনের কথা বললাম।
মন্তব্য করতে লগইন করুন