- প্রাণে বাজুক বৈশাখের সুর
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ এপ্রিল, ২০১৫, ০৫:১২:২২ বিকাল
পান্তা আমার নিত্য দিনের
ইলিশ কোথা পাই
আমার কি আর সাধ্য আছে
হাজার দশেক ভাই!
টিনের চালা ফুটো আমার
সামনে বর্ষাকাল
ধার দেনাতেই বছর শুরু
এমনই কপাল!
বৈশাখ তবু আসুক ঘুরে
প্রাণে লাগুক দোলা
লুঙ্গি খিচে বলি খেলুক
রহিমুদ্দির পোলা।
নগর দোলায় বৈশাখ আসুক
পর্দা ঘেরা সার্কাস
একশ টাকায় টিকেট কিনে
মাস্তি খুঁজুক আক্কাস।
গরুর শিঙ্গে তেল মেখে
গলায় ঝুলুক মালা
জমুক লড়াই মেলার মাঠে
নাইওর আসুক খালা।
বেলুন উড়োক পাঁচ টাকাতে
বাজুক খেলনা বাঁশী
বৈশাখ আনুক সবার মনে
ক্লান্তি ঝরা হাসি।
আমার চালের ফুটোটা তাই
ফুটোই থাকুক ভাই
ধারের টাকাই গেলাম আমি
প্রাণ বৈশাখের মেলায়।
১৪.০৪.২০১৫/০৯.৩০
সব্বাইকে বৈশাখী শুভেচ্ছা - বাকপ্রবাস
বিষয়: বিবিধ
৯০৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন