- প্রাণে বাজুক বৈশাখের সুর

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ এপ্রিল, ২০১৫, ০৫:১২:২২ বিকাল



পান্তা আমার নিত্য দিনের

ইলিশ কোথা পাই

আমার কি আর সাধ্য আছে

হাজার দশেক ভাই!

টিনের চালা ফুটো আমার

সামনে বর্ষাকাল

ধার দেনাতেই বছর শুরু

এমনই কপাল!


বৈশাখ তবু আসুক ঘুরে

প্রাণে লাগুক দোলা

লুঙ্গি খিচে বলি খেলুক

রহিমুদ্দির পোলা।

নগর দোলায় বৈশাখ আসুক

পর্দা ঘেরা সার্কাস

একশ টাকায় টিকেট কিনে

মাস্তি খুঁজুক আক্কাস।


গরুর শিঙ্গে তেল মেখে

গলায় ঝুলুক মালা

জমুক লড়াই মেলার মাঠে

নাইওর আসুক খালা।

বেলুন উড়োক পাঁচ টাকাতে

বাজুক খেলনা বাঁশী

বৈশাখ আনুক সবার মনে

ক্লান্তি ঝরা হাসি।


আমার চালের ফুটোটা তাই

ফুটোই থাকুক ভাই

ধারের টাকাই গেলাম আমি

প্রাণ বৈশাখের মেলায়।

১৪.০৪.২০১৫/০৯.৩০

সব্বাইকে বৈশাখী শুভেচ্ছা - বাকপ্রবাস

বিষয়: বিবিধ

৮৯১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

314896
১৪ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:১৬
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার লিখেছেন কবিগুরু Happy
১৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:১১
255877
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ফাতিমা আপু সালামুন আলাইকা। তুমি তো আগে বিভিন্ন সুরার বঙ্গানুবাদ কবিতার ছন্দে লিখতে। এখন তো তোমাকে তেমন দেখিনা লেখালেখিতে অবশ্য এখন আমি নিজেও হাওয়া।
১৫ এপ্রিল ২০১৫ রাত ০১:৪৬
256020
বাকপ্রবাস লিখেছেন : বানান ভুল হয়েছে আপু গ এর উপর ুকার বেশী হয়ে গেছে Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৫ এপ্রিল ২০১৫ সকাল ০৬:১২
256047
ফাতিমা মারিয়াম লিখেছেন : আমি তিনবার বানানটা চেক করার পর আপনার কথার মর্মার্থ উদ্ধার করতে পারলামRolling on the Floor
314901
১৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:১১
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : বাকপ্রবাস Happy
১৫ এপ্রিল ২০১৫ রাত ০১:৪৬
256021
বাকপ্রবাস লিখেছেন : Angel Angel Angel

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File