- ধুত্তোরো!
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ এপ্রিল, ২০১৫, ১০:৫২:৩৮ সকাল
পান্তা খেল ইলিশ খেল
রইল বাকী কোল বালিশ
গিন্নী এবার হেলান দিল
করতে হবে তেল মালিশ।
মঙ্গল যাত্রার গেদাগেদি
ধাক্কা দিলো জোয়ান বুড়ো
যাবেই যাবে জেদাজেদি
বলছে এবার ধুত্তোরো!
১৪.০৪.২০১৫/০৭.৪০
বিষয়: বিবিধ
১১৮৩ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমরা কয়েক বছর ধরে বাংলাদেশে ইসলামী নববর্ষ পালন করছি । এবার আমরা ১৫ অক্টোবর ২০১৫ খৃস্টাব্দ মোতাবেক ১ লা মহররম ১৪৩৭ হিজরী তারিখ ইসলামী নববর্ষ পালন করবো । আশা করি আপনারাও আমাদরে সাথে একাত্মতা ঘোষনা করে নিজেদের ইমান ও আমলকে সুদৃঢ় করার পাশাপাশি দুনিয়া ও আখিরাতের কামিয়াবী হাসিল করবেন । বিস্তারিত জানার জন্য আমার এই লেখাটা পড়ুন : http://www.today-bd.net/blog/blogdetail/detail/1864/fakhrul/63998#.VSySy_D4bCA
তবে আপনার কবিতা সুন্দর হয়েছ।
ঈদ আসলে মনে তাহারা মুসলমান। কোরবাণির ঈদ আসলে গরু খাইয়া প্রমাণ দিতেই হইবেক, তারা হিন্দুনা, মুসলমান প্রমাণ হল "গরু খায়।"
স্বাধীনতা দিবস, বিজয় দিবস আসলেই তো মনে করেন.......... হেরা স্বাধীন মাগার? প্রতিদিন সীমান্তে মানুষ মারে বাংগালি হিন্দি নিয়া বিজি তাই প্রতিবাদের টাইম কই? কিন্তু ইন্ডিয়া ক্রিকেট নিয়া একটু টুট করছে ওমনি_ তাদেরও শক্তি আছে তা প্রমাণ করার জন্য তারা অস্হির।
তেরে বিন ম্যায় ক্যায়সে জিয়ুয়ু....
বাট যেই ২১ ফেব্রুয়ারী আইছে ওমনি বাঙ্গালি........ কেমনে ভুলবার পারি..। আজব জাত। অলটাইম এদের পরিচয় চেঞ্জ হয়। আইডেন্টিটি ক্রাইসিতে পতিত বাঙ্গালি।
মন্তব্য করতে লগইন করুন