ইচ্ছে পুরণ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ এপ্রিল, ২০১৫, ০৬:৪৩:০৩ সন্ধ্যা
ফাঁসি দিলাম তারে
ক্ষমা চাইলে পরে
ধরবনা আর ঘাড়ে।
ক্ষমা চাই ক্ষমা
ক্ষমা কর ও'মা
চাইনা যেতে মরে।
শুলে চড়াও তারে
ধরবিনা কেউ ঘাড়ে
কথা দিলাম তারে।
ক্ষমা চাইনা ও'মা
শুলে চড়াইসনা
ঘাড়টাই যাক উড়ে।
হা হা হা হা
লাশ দেখতে মজা
লাগাও দড়ি ঘাড়ে।
বিষয়: বিবিধ
৮৩৩ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন