ইচ্ছে পুরণ

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ এপ্রিল, ২০১৫, ০৬:৪৩:০৩ সন্ধ্যা

ফাঁসি দিলাম তারে

ক্ষমা চাইলে পরে

ধরবনা আর ঘাড়ে।

ক্ষমা চাই ক্ষমা

ক্ষমা কর ও'মা

চাইনা যেতে মরে।


শুলে চড়াও তারে

ধরবিনা কেউ ঘাড়ে

কথা দিলাম তারে।

ক্ষমা চাইনা ও'মা

শুলে চড়াইসনা

ঘাড়টাই যাক উড়ে।


হা হা হা হা

লাশ দেখতে মজা

লাগাও দড়ি ঘাড়ে।

বিষয়: বিবিধ

৮৩৩ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

314691
১৩ এপ্রিল ২০১৫ রাত ০৯:৫৯
১৩ এপ্রিল ২০১৫ রাত ১১:০৪
255604
বাকপ্রবাস লিখেছেন : আপনার ইচ্ছে কোনটা বলেন দেখি, ঘাড় নাকি শূল
১৪ এপ্রিল ২০১৫ সকাল ১০:৫৩
255748
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আইজ্ঞা আমার ইচ্ছা আমার হাতে মেশিনগান!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File