ডিজিটাল কবি

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১২ এপ্রিল, ২০১৫, ০১:৪৩:৫০ দুপুর

লিখছে সবাই হচ্ছে কবি

এত্ত এত্ত এত্ত

দেখি এবার বলুন দেখি

পড়ছেন কত্ত কত্ত?

চাইছে সবাই লাইক কমেন্টটা

মনিটরে হা

নিজের লিখা পড়ছি নিজেই

অন্যের টা না।


লাগছে ভাল প্রশংসাতে

শুধরে দিলে ভুল

মনে মনে দিচ্ছি গালি

টানছি মাথার চুল।

বাড়ছে দিনে সব্বাই কবি

লিখার যেমন ছিরি

আমি তুমি, তুমি আমি

এখানটাতেই ঘুরি।


নেইযে ছন্দ তাল লয়

খুঁজতে গেলে হায়

তারচে ভাল ধুতরা ফুলের

গন্ধ শোকে যায়।

এই আমাদের ডিজিটাল কবি

ফেবু ব্লগ পাড়ায়

মন্দ কি আর বিনে পয়সায়

যদি লোক হাসায়!


(লিখাটা আমাকে উদ্দেশ্য করে)

বিষয়: বিবিধ

৭৪১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

314485
১২ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৫৫
শেখের পোলা লিখেছেন : ও মিয়া ভাই,একি কথা,
কেমনে এমন কন?
মাথায় মুখে পানি দিতাম,
একটু দাওয়ায় বন৷
১৩ এপ্রিল ২০১৫ রাত ০১:৫৪
255465
বাকপ্রবাস লিখেছেন : Cook Cook Cook Cook Cook

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File