- শহরটা আামর ডুবেই গেল

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৮ এপ্রিল, ২০১৫, ০৩:৫৭:৩৬ দুপুর



চির-চেনা শহর আমার সবুজে শ্যামলে

কেমন করে বদলে যায় একটু বৃষ্টি হলে।

হাটু জল ছাড়িয়ে গেছে বুকে জমে পানি

নগর গড়ার নামে কেন বন্যা ডেকে আনি।


যে যেখানে ইচ্ছে মতন করছে দালানকোঠা

ড্রেনেজ এর জায়গাটুকুন লুটে খাচ্ছে গোটা।

কোথায় গেলো নেতারা সব ভাসছে আামার শহর

ভোটের সময় আসলে কেবল উন্নয়নের বহর।


আসুক এবার ভোট চাই হাতে নিলাম ঝাটা

পায়ে নিলাম পুরোনো সেই লং লাষ্টিং বাটা।



বিষয়: বিবিধ

৯৬২ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

313675
০৮ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:২৬
আব্দুল গাফফার লিখেছেন : সুন্দর লেখেছেন দাদা!! D চলেন দেশে যাই নির্বাচন করি। Big Grin
313700
০৮ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৩৬
আবু জান্নাত লিখেছেন : চমৎকার হয়ে বদ্দা, ধন্যবাদ।
313713
০৮ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৫৬
শেখের পোলা লিখেছেন : নদীগুলো শুনা হল,
নৌকা হল বেকার৷
ঐ গুলোকে আনা হবে,
চলবে পথে ঢাকার৷
হাসু বুবুর নৌকা রবে,
সবার থেকে আগে৷
সেই নৌকায়সওয়ার হলে,
পয়সাা নাহি লাগে৷
313714
০৮ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৫৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভোট না দিয়ে এখান থেকে এক গ্লাস পানি নিয়ে খাওয়ান
313743
০৮ এপ্রিল ২০১৫ রাত ০৯:২৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কে কয় শহর ডুবছে????
নির্বাচনে একে ভাসাই দিচ্ছে!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File