- তাদেরকে মৃত বলনা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ এপ্রিল, ২০১৫, ০৯:৪৬:৩২ রাত



কে কাকে ঝুলিয়ে দিল

কার ইশারায়

জানিতো সবাই।

বাবুই পাখীর ঝুলছে বাসা

কার মহিমায়

জানিতো সবাই।


শাহাদাতের মিছিল দেখে

কার হাসি পায়

জানিতো সবাই।

ঈমান যাদের বক্ষে গাঁথা

মৃত্যুর দোরগোড়ায়

বিজয় দেখতে পায়।


{নিয়শ্চয়ই যারা আল্লাহ পাক এর রাস্তায় ইন্তেকাল করেছেন তাদেরকে মৃত বলনা বরং তারা জীবিত। কিন্তু তোমরা বুঝতে পারতেছ না। (সূরা বাক্বারা ১৫৪)}

সবাইকে অনুরোধ মুছে দিতে হবে এমন কমেন্ট করবেননা, মার্জিত কমেন্ট করবেন, গালিগালাজ নিষিদ্ধ।

বিষয়: বিবিধ

১০৩৪ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

313309
০৬ এপ্রিল ২০১৫ রাত ০৯:৫০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : নীলিমা আবার নতুন কথা বলবে
হকের পথে দলে দলে সবাই সামিল হবে ।
সকল বাধা পেরিয়ে সত্যের পতাকা
বাংলার মাঠিতে উড়বে।
০৭ এপ্রিল ২০১৫ রাত ০১:৪৩
254344
বাকপ্রবাস লিখেছেন : ইনশাহআল্লাহ
313310
০৬ এপ্রিল ২০১৫ রাত ০৯:৫০
অনেক পথ বাকি লিখেছেন : তাদের কৃতকর্ম গুলো তো আমরা দেখি নাই। এখন যদি ভুয়া বিচারে তাদের ফাসি হয় তাহলে আল্লাহ এর উত্তম প্রতিদান দিক সেটাই কামনা।
০৭ এপ্রিল ২০১৫ রাত ০২:৪৯
254353
বাকপ্রবাস লিখেছেন : আমরা দেখিনাই তবে আমরা যেটা দেখেছি সেটা যে প্রহসন সেটা নিরেট সত্য, আল্লাহ যার যার প্রতিদান দিক, আমিন
313312
০৬ এপ্রিল ২০১৫ রাত ১০:০১
মৃনাল হাসান লিখেছেন : আল্লাহর পথে যারা জীবন দিল, তাদেরকে মৃত বল না।
আব্দুল কাদের মোল্লা আর কামারুজ্জামানের মত এমন গৌরবের মৃত্যু কি আমি পাব? না, আমার পুন্য বেশী নাই যে আল্লাহ আমকে এমন গৌরব দান করেবন।
০৭ এপ্রিল ২০১৫ রাত ০২:৪৯
254355
বাকপ্রবাস লিখেছেন : আল্লাহ হেফাজত করুন তার বান্দাদের
313314
০৬ এপ্রিল ২০১৫ রাত ১০:১৮
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আল্লাহর পথে যারা জীবন দিল, তাদেরকে মৃত বল না।
০৭ এপ্রিল ২০১৫ রাত ০২:৫০
254356
বাকপ্রবাস লিখেছেন : অনেক ধন্যবাদ জানবেন, পোষ্টে সহমত পোষণ করার জন্য অনেক অনেক শুকরিয়া
313315
০৬ এপ্রিল ২০১৫ রাত ১০:৪৩
আহমেদ ফিরোজ লিখেছেন : নিয়শ্চই যারা আল্লাহ পাক এর রাস্তায় ইন্তেকাল করেছেন তাদেরকে মৃত বলনা বরং তারা জীবিত। কিন্তু তোমরা বুঝতে পারতেছ না। (সূরা বাক্বারা ১৫৪)
০৭ এপ্রিল ২০১৫ রাত ০২:৫১
254359
বাকপ্রবাস লিখেছেন : আল্লাহ তার বান্দাদের কবুল করে নিন, আর জাহান্নামিদের শাস্থিটা যেন ইহকাল থেকেই শুরু করে দেন
০৭ এপ্রিল ২০১৫ দুপুর ০১:২৯
254415
আহমেদ ফিরোজ লিখেছেন : আমিন.......।
313317
০৬ এপ্রিল ২০১৫ রাত ১০:৫৩
আশাবাদী যুবক লিখেছেন : আল্লাহ তাকে ও তার পরিবারকে হকের উপর থাকার তৈফিক দিন ৷
মিথ্যার কাছে মাথা নত না করুক প্রয়োজনে শহাদাত বরণ করলে করুণ ৷
০৭ এপ্রিল ২০১৫ রাত ০২:৫২
254361
বাকপ্রবাস লিখেছেন : আল্লাহ তার শাহাদাতি বান্দাদের কবুল করে নিন, আমিন
313321
০৬ এপ্রিল ২০১৫ রাত ১১:০৩
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আল্লাহর পথে যারা জীবন দিল, তাদেরকে মৃত বল না। সহমত
০৭ এপ্রিল ২০১৫ রাত ০২:৫৩
254362
বাকপ্রবাস লিখেছেন : আল্লাহ যেন তার বান্দাদের কবুল করে নিন, আর বাতিলদের যেন ইহকালেই শাস্থির নমুনা দেখিয়ে দিন
313491
০৭ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:০১
স্বপন২ লিখেছেন : জ্ঞান এবং প্রজ্ঞা নিয়ে চলতে হবে। খালি ভি
দেখালেই হবে না।
০৭ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:২২
254475
বাকপ্রবাস লিখেছেন : ওরা যা স্বামর্থ করেছে এখন নতুনদের পালা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File