টুম্পা মনির হাতে খড়ি

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ এপ্রিল, ২০১৫, ০৫:৪৯:১৪ বিকাল



টুম্পা মনি পড়তে বসে

অ তে অজগর

না না আম্মু আর পড়বনা

লাগছে ভীষণ ডর।

বাংলা পড়া ছেড়ে তবে

ইঙরেজী বই খোলে

এ বি সি ডি হচ্ছে হাওয়া

যাচ্ছে কোথায় চলে।


দেখ আম্মু বইটা দেখ

পাতায় পাতায় ছেড়া

তারচে ভাল আরবী পড়ি

সিফারা আমপারা।

আম্মু বলে অংক শেখ

এক দুই তিন চার

টুম্পা মনি রইল বসে

মুখটা করে ভার।


কি হয়েছে টুম্পা মনি

মুখটা কেন কালো?

কেমন করে পড়ি বল

মশার কয়েল জালো।

ঢের হয়েছে থাক এবার

খেতে চল যায়

টুম্প মনি হাসে এবার

টা টা গুড বায়।


০৬.০৪.২০১৫/০২.৪০

বিষয়: বিবিধ

১১৭৯ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

313254
০৬ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৫৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিগ আর বাকপ্রবাস এর ছড়া পড়ব না!
০৬ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:০০
254280
বাকপ্রবাস লিখেছেন : ক্য্নরে টুম্পা মনির আংক্যাল গো!!!
313269
০৬ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৩৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Good Luck Rose ভালো লাগলো
০৬ এপ্রিল ২০১৫ রাত ০৮:১০
254291
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luckকুপ করে দন্যবাদ লইবেন
313272
০৬ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৪১
আবু তাহের মিয়াজী লিখেছেন : অসাধারন চিন্তাজগত থেকে ছোটদের ছড়া লিখার জন্য, অসংখ মুবারকবাদ।
ভাই অনেক ভালো হয়েছে।। আমি যদি পারতাম,,,,,
০৬ এপ্রিল ২০১৫ রাত ০৮:১১
254292
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ শেষ হইয়া গেছে, সব প্রবাসী আব্দুল্লাহ শাহীন ভাইরে দিয়া দিছি, আমনে সেখান থেকে যদি পারেন ২/১ লইয়া নিয়েন
313279
০৬ এপ্রিল ২০১৫ রাত ০৮:২৬
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
Rose Rose Rose Rose
০৬ এপ্রিল ২০১৫ রাত ০৮:৪৯
254302
বাকপ্রবাস লিখেছেন : আপুমনি অনেক অনেক ধন্যবাদ জানবেন
313286
০৬ এপ্রিল ২০১৫ রাত ০৮:৪৫
হতভাগা লিখেছেন : টুম্পাকে এরপরের
''আ'' - তে আমটি আমি খাব পেড়ে
- এটা শোনালেই তো তার পড়ার আগ্রহ জেগে উঠতো
০৬ এপ্রিল ২০১৫ রাত ০৮:৫০
254303
বাকপ্রবাস লিখেছেন : অ ছেড়ে আ'তে যেতে নেই
ভয়টা একটু গেলেই তবে
বইটা খুলবেই
313298
০৬ এপ্রিল ২০১৫ রাত ০৯:১৫
আবু জান্নাত লিখেছেন : টুম্পা মনি কি আপনার মেয়ে?
০৬ এপ্রিল ২০১৫ রাত ০৯:৫২
254307
বাকপ্রবাস লিখেছেন : আমার কন্যার নাম উমামা, টুম্পা মনি ছড়ার কন্যা
313320
০৬ এপ্রিল ২০১৫ রাত ১১:০২
আহমেদ ফিরোজ লিখেছেন : আব্বু বলেন পড়তে বসো
আম্মু বলেন লেখো
ভাইয়া বলেন কান মলেদি
পড়াগুলো শেখো।

রাতদিন এই পড়ালেখা
আর লাগেনা ভালো
মাপ করে দাও দুহাত ধরি
চাইনা জ্ঞানের আলো।
০৭ এপ্রিল ২০১৫ রাত ০১:৩১
254341
বাকপ্রবাস লিখেছেন : দারুণ দারুণ আপনার নাকি? আমার মনে হয় আমি লিখতে পারলে মন্দ হতোনা
০৭ এপ্রিল ২০১৫ দুপুর ০১:২৮
254414
আহমেদ ফিরোজ লিখেছেন : আমার না ভাই। আমি এত সুন্দর কবিতা লিখতে পারিনা। অনে আগে থেকেই মুখস্ত এটা। কার লেখা জানিনা।
০৭ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৫২
254417
বাকপ্রবাস লিখেছেন : আমারো চেনা চেনা লাগছিল
313370
০৭ এপ্রিল ২০১৫ রাত ১২:৪৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আ তে আযান, আযান দিলে মসজিদে চলো!
০৭ এপ্রিল ২০১৫ রাত ০১:৩২
254342
বাকপ্রবাস লিখেছেন : নতুন চিন্তায় পড়ে গেলাম এমন করে একটা ছড়া হতে পারে, ধন্যবাদ জানবেন আপু নতুন একটা চিন্তা দেয়ার জন্য

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File