টুম্পা মনির হাতে খড়ি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ এপ্রিল, ২০১৫, ০৫:৪৯:১৪ বিকাল
টুম্পা মনি পড়তে বসে
অ তে অজগর
না না আম্মু আর পড়বনা
লাগছে ভীষণ ডর।
বাংলা পড়া ছেড়ে তবে
ইঙরেজী বই খোলে
এ বি সি ডি হচ্ছে হাওয়া
যাচ্ছে কোথায় চলে।
দেখ আম্মু বইটা দেখ
পাতায় পাতায় ছেড়া
তারচে ভাল আরবী পড়ি
সিফারা আমপারা।
আম্মু বলে অংক শেখ
এক দুই তিন চার
টুম্পা মনি রইল বসে
মুখটা করে ভার।
কি হয়েছে টুম্পা মনি
মুখটা কেন কালো?
কেমন করে পড়ি বল
মশার কয়েল জালো।
ঢের হয়েছে থাক এবার
খেতে চল যায়
টুম্প মনি হাসে এবার
টা টা গুড বায়।
০৬.০৪.২০১৫/০২.৪০
বিষয়: বিবিধ
১১৭৯ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাই অনেক ভালো হয়েছে।। আমি যদি পারতাম,,,,,
ভয়টা একটু গেলেই তবে
বইটা খুলবেই
আম্মু বলেন লেখো
ভাইয়া বলেন কান মলেদি
পড়াগুলো শেখো।
রাতদিন এই পড়ালেখা
আর লাগেনা ভালো
মাপ করে দাও দুহাত ধরি
চাইনা জ্ঞানের আলো।
মন্তব্য করতে লগইন করুন