# টুম্পা মনি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৪ এপ্রিল, ২০১৫, ০৪:৪১:০৪ বিকাল
রাগ করেছে টুম্পা মনি
গালটা ফুলে লাল
মিষ্টি ভেবে গপাস করে
মুখে পুরে ঝাল।
খেলবেনা আজ দিয়ার সাথে
ঝগড়া ছিল কাল
পুতুল বিয়ের ঘটকালিতে
ঘটক নাজেহাল।
আজ হলোনা রান্না পোলাও
মুখটা করে ভার
হাসছে সবাই কাণ্ড দেখে
টুম্পা মনি'টার।
বিষয়: বিবিধ
১০৩০ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
টুম্পা মনি'টার।
আর যে কেঁদোনা
তোমার তরে মিষ্টি নিয়ে
চেয়ে দেখো না।
দেখছি খেজুর!!
আর যে কেঁদোনা
তোমার তরে মিষ্টি নিয়ে
চেয়ে দেখো না।
অনেক ধন্যবাদ
আমার রান্না খেয়ে আবার
দিয়না অপবাদ
মন্তব্য করতে লগইন করুন