# অহংকার
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৩ এপ্রিল, ২০১৫, ১২:০২:৪৩ দুপুর
ফুলটা যদি বড়াই করে
ভুলটা কি আর গাছের ছিল?
ফুলের বড়াই ছড়ায় সুবাস
গাছ কেন তারে ফুটতে দিল।
সুবাস ভাবে তার টানেই তো
গুনগুনিয়ে ভ্রমর এলো,
ভ্রমর বলে কেমন করে
ফুলে ফুলে পরাগ হল?
এভাবেই তো চক্র ঘুরে
কেউ কারো নয় সবাই সবার,
বড়াই যদি করতেই হয়
ছাড়তে হবে অহম তাহার।
যে বানাল দিন দুনিয়া
আকাশ পাতাল পর্বত পাহাড়
সব বড়াই তো তারই সাজে
সাধ্য কার আর বড়াই করার।
বি.দ্র. ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বাহার ভাইকে, অনেক আগের লিখা কিন্তু সংগ্রহে ছিলনা, সোনারবাংলা ব্লগে লিখেছিলাম, সেদিন কথাটা বলতেই বাহার ভাই আমাকে উপহার দিলেন, উনার কাছে ছিল ছড়াটা।
বিষয়: বিবিধ
১০৩৩ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো। বাকপ্রবাস ভাই ও বাহার ভাই উভয়কে ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন