# অবক্ষয়
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০১ এপ্রিল, ২০১৫, ০৯:১৫:২৬ সকাল
দেখা দেখি ভাল লাগা কাছে আরও কাছে
সকাল গড়িয়ে কখন দুপুর; বিকেল হয়ে গেছে।
সন্ধ্যায় পিদিম আলো গড়াগড়ি সঙ্কার সাথে ভয়
তৃপ্তির ঢেকুর তুলে জানলায় চাঁদের আলোর বার্তা নির্ভয়।
তারপর কেটে গেছে কতো আলো-আঁধারের খেলা
লেপ তোষক বালিশ এবড়ো থেবড়ো ছিড়ে ফেলা।
ক্লান্ত শরীর জং ধরা মন রাস্তা শেষে হঠাৎ নদি
হাজার প্রশ্ন মাটি ফুড়ে বীজ জেগে উঠে যদি!
ক্ষত বিক্ষত দেহ চিমটির খোঁচায় কাটাকুটি শেষে
প্রতিক্ষার পালা শুরু ফুলের জীবন ভ্রমরের আশে
ছুড়ে ফেলা মাংস পিন্ড পলিথিনে মোড়ানো ভ্রুণ
মামলা হয়না তবু প্রতি রাতে কত শত মানবতা খুন।
বিষয়: বিবিধ
৭৩২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধর্মহীনতা আর অনৈতিকতায় জং ধরা মনে কোনই প্রভাব ফেলে না এমন নিকৃষ্ট কাজে!
হায়রে মানবতা!!!
ঠিক বলেছেন কবি সাহেব। ভ্রূণ হত্যা না করলে আপনাকে যে হাজারো তিরস্কার সহ্য করতে হবে! সেদিন আর বেশি দূরে নয়, যেদিন চীনের মতই এক সন্তান নীতি ভঙ্গের কারণে হতভাগী মা কে সন্তান হারানোর ভয়ে পালিয়ে বেড়াতে হবে।
মন্তব্য করতে লগইন করুন