# যদি কোন দিন

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩১ মার্চ, ২০১৫, ০২:৫০:০৪ দুপুর

যদি কোন দিন হয় স্মৃতি বিভ্রাট

তুমি কি আসবে আবার কুমিরা ঘাট!

শঙ্খচিল এর ডানায় চড়ে আসব আবার ঘুরে ফিরে

সেই সোনালি বিকেল যখন ছিল তোমার আমার হাতের পর হাত।

আবার কি জাগবে চর মাঝ সমুদ্রে দেবে উকি নতুন সূর্যদয়

যদি কোনদিন; স্মৃতিরা আবার ফিরে পেতে চায় সেই জঞ্জাট

তুমি আসবে কি ফিরে আবার কুমিরা ঘাট!

.

বাতাসে উড়ে উড়ে তোমার চুল আর কিছু ভুল থাকনা পড়ে

আমরা গাইব শুধু সেই সব চেনা গান; শুনতাম আমি তোমার কোলে মাথা রেখে

তোমার হাতের আঙ্গুল আমার কপাল চুলে বুলিয়ে দিয়ে শঙ্কা মনে

আমার বেকার জীবন আর তোমাকে দেখতে আসার ঘরোয়া আয়োজন

তুমি করবে কি তখন; জানতে চেয়ে আমার নিরুত্তর জল চক্ষু জমাট

যদি কোন দিন হয় স্মৃতি বিভ্রাট, তুমি কি আসবে আবার কুমিরা ঘাট!

.

একমুঠো রোদ আর বাদাম খোসা, রিকশার হুক নিয়ে ঝগড়া বিবাদ

চেনা রাস্তায় ধরা পড়ার ভয় আর স্বপ্ন আঁকা রঙধনু কাঠপেন্সিল

মধ্যবিত্তের টানা পোড়ন তোমারও ছিল আমারও যেমন

এক শালিকে দুঃখ বাড়ে, কলা গাছটা স্বাক্ষী রেখে কত কত ঘর সংসার

করে করে হয়রান তবু, তুমি গেছ চলে তোমার পথ ধরে দিগন্তে শেষ বিন্দু হয়ে

তাকিয়ে থেকে থেকে নোনতা জল চোখে আমিও আজ উল্টো পথে,

সোনার হরিণ ধরব বলে মিশে গেছি জনস্রোতে, তবুও মাঝে মাঝে স্মুতিগুলো

আসে সাঁঝে, বসে বসে একা একা তোমাকে আবার দেখা, খোলা রেখে ভাবনা কপাট

যদি কোন দিন হয় স্মৃতি বিভ্রাট, তুমি কি আসবে আবার কুমিরা ঘাট!

বিষয়: বিবিধ

৭৯৮ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

312032
৩১ মার্চ ২০১৫ দুপুর ০৩:২০
গাজী সালাউদ্দিন লিখেছেন : কবিতায় বলেছিল চন্দ্র রাতে
তুমি আসবে কাছে
তারপর কেটে গেছে
কত না ভরা পূর্ণিমা...


আপনি লিখান আর আমি গাই।
৩১ মার্চ ২০১৫ বিকাল ০৪:৪২
253069
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor
312071
৩১ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৩৮
নূর আল আমিন লিখেছেন : অসাধারণ কাব্য
৩১ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৩৫
253099
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ জানবেন নূর আল আমিন ভাই গদ্য কবিতা হল কিনা ছিলাম সেই ভাবনায়
312121
৩১ মার্চ ২০১৫ রাত ১১:০৬
০১ এপ্রিল ২০১৫ সকাল ০৮:৪৩
253186
বাকপ্রবাস লিখেছেন : Tongue Tongue Tongue Surprised Surprised Surprised Surprised Crying Crying Crying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File