# ছুটির দিনে পরীর দেশে

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৮ মার্চ, ২০১৫, ১০:৫৫:২৫ সকাল

Bee Bee Bee Bee Bee

আজকে আমার ছুটি, খেলামনা তাই রুটি

পরোটা খেয়েছি ভাই

ছিলামনা ফেইসবুকে, ব্লগ দিয়েছি চুকে

ভাবলাম ঘুমেই কাটাই।

Bee Bee Bee Bee Bee

ঘুমে হরেক কান্ড, আসল এক প্রকান্ড

ডানা কাটা পরী

আদর করে ডেকে, বলল ঘুমটা রেখে

চলো আজকে ঘুরি।

Bee Bee Bee Bee Bee

পাখার উপর ভেসে, গেলাম পরীর দেশে

অনেক কিছু দেখা

খেলাম হরেক খাবার, বলল এসো আবার

চমক আছে রাখা।

Bee Bee Bee Bee Bee

আম্মু যখন রেগে, আসল প্রবল বেগে

ঢেলে দিল পানি

চমক গেল উবে, গেলাম দু'জন ডুবে

পরী এবং আমি।

বিষয়: বিবিধ

১০২০ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311430
২৮ মার্চ ২০১৫ দুপুর ১২:০৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পরী ও বাদ পড়ে নাই!!!!
২৮ মার্চ ২০১৫ দুপুর ১২:২৪
252497
বাকপ্রবাস লিখেছেন : লতিফ পারভিন পরী ক্লাশ মেইট ছিল পাগলি মার্কা
২৮ মার্চ ২০১৫ রাত ১১:২৩
252601
বাকপ্রবাস লিখেছেন : Crying Crying Crying Crying মোর জ্বালা
311431
২৮ মার্চ ২০১৫ দুপুর ১২:২৫
বাকপ্রবাস লিখেছেন : । আকার বাদ পড়ছে লতিফা হবে
২৮ মার্চ ২০১৫ দুপুর ০২:৩৮
252509
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ক্লাস মেইট এর পুরা নাম যে ভুলেন নাই এটা ভাবি জানে????
২৮ মার্চ ২০১৫ রাত ১১:৩২
252602
বাকপ্রবাস লিখেছেন : লিখেছেন : Crying Crying Crying Crying মোর জ্বালা
311432
২৮ মার্চ ২০১৫ দুপুর ১২:৪৬
সুমন আখন্দ লিখেছেন : সুন্দর! আপনি খুব ভাল লেখেন।
২৮ মার্চ ২০১৫ রাত ১১:৩৩
252603
বাকপ্রবাস লিখেছেন : অ স্যার ধন্য আমি ধন্য
এই কমেন্ট এর জন্য
311447
২৮ মার্চ ২০১৫ দুপুর ০২:৫১
আবু জান্নাত লিখেছেন : দারুন কবিতা, ধন্যবাদ।
২৮ মার্চ ২০১৫ রাত ১১:৩৩
252604
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ রইল ভাইযান
311460
২৮ মার্চ ২০১৫ বিকাল ০৪:০৫
২৮ মার্চ ২০১৫ রাত ১১:৩৩
252605
বাকপ্রবাস লিখেছেন : Surprised Surprised Tongue Tongue Tongue এইডা কি?
311476
২৮ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:১২
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম !
মজার কবিতা লিখেছেন! ভাবীকে একটু পড়তে দিতে ইচ্ছা করছে! Tongue Good Luck
২৮ মার্চ ২০১৫ রাত ১১:৩৫
252606
বাকপ্রবাস লিখেছেন : উনি নিজে পড়েননা, অন্যকে দিয়ে পড়ান, ওনার কথা হল উনার নামে কিছু লিখা যাবেনা, বাকিটা কিছুটা ছাড় দেয়া যাবে, ওনার নামে কিছু লিখলে সেটা খবর চলে যায়
২৮ মার্চ ২০১৫ রাত ১১:৪২
252610
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কেডায় খবর দেয়???
২৯ মার্চ ২০১৫ রাত ০১:০৪
252624
বাকপ্রবাস লিখেছেন : বাহিনী আছে
২৯ মার্চ ২০১৫ দুপুর ০১:৩৭
252687
আফরা লিখেছেন : আমি খবর দিব যদি ভাবীর ফোন নাম্বারটা একটু পাইতাম ।@রিদওয়ান কবির সবুজ ভাইয়া
২৯ মার্চ ২০১৫ দুপুর ০২:১১
252694
বাকপ্রবাস লিখেছেন : আমি নিজেইতো পাইনা ফোন করে, চার্জ থাকেনা সেই খবর নাই, উল্টা আমাকে জারি খবর নিইনা কেন? কোথাকার কোন মহিলা একটা বলে এই মুহুর্তে সঙযোগ দেয়া সম্ভব নয়, ভয়েস মেসেজ পাঠাতে না চাই দেশে এসে খবর নেন Rolling on the Floor
২৯ মার্চ ২০১৫ দুপুর ০২:১২
252695
বাকপ্রবাস লিখেছেন : দুইটা শব্দ জায়গা মতো মিসিঙ ঝারি আর না চাইলে
311490
২৮ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:২১
শেখের পোলা লিখেছেন : এইযে ধরুন তোয়ালে খানা,
পানি মুছতে নেইকো মানা,
ড্রেস বদলে ফ্রেস হন,
আবার পরী আসবেক্ষন৷
২৮ মার্চ ২০১৫ রাত ১১:৩৯
252608
বাকপ্রবাস লিখেছেন : চমক আছে জলদি আসুন
পরীর সাথে গল্পে বসুন
311616
২৯ মার্চ ২০১৫ দুপুর ০১:৩৯
আফরা লিখেছেন : হঠৎ করেই অনেক সময় অনেকের কথা মনে পড়ে এটা দুষের কিছু বা ভয়ের কিছু না যদির পাশের জন না জানে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File