:::: সরল অংক ::::
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ মার্চ, ২০১৫, ০৮:৪৭:২০ সকাল
রাত বলে ঘুমো এবার
জেগে থাকি তবু
দিন বলে উঠরে এবার
ঘুমে থাকি তবু।
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
সকাল বলে রেগে ভীষণ
ঠান্ডা হচ্ছে খাবার
দুপুর বলে সময গেলে
পাবে নাতো আর।
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
বিকেল বলে চা খাবি?
গরম গরম খা
সন্ধ্যা বলে হিসেব কর
আজকের দিন টা।
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
রাতে যখন হিসেব কষি
কাটল কেমন দিন
সরল অংক বলল হেসে
আজকে রেখে দিন।
বিষয়: বিবিধ
৮৯৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন