# মওকা দেখ গরুর গলায়!!!!

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ মার্চ, ২০১৫, ০৫:৫২:৪৯ বিকাল



একটা কথা মনে রেখ মনে রেখে ময়লা

ভালবাসা যতই কর ফলাফলটা কয়লা।

একাত্তরে বন্ধু ছিলে আজও ভাবি তায়

তবু কেন কথায় কথায় মওকা তোমার চায়?

বন্ধু তোমার মওকার মূল্য কত হতে পারে!

একবারও কি ভাবলে তুমি চোখ বন্ধ করে?

ষোল কোটি হাত তুলেছে সবাই এক মত

অষ্ট্রেলিয়ার জয় চেয়েছে একটাই শপথ।


এবার তবে নাওগো বিদায় সসম্মানে

এবার তবে পাওনি মওকা ভাম্পায়ার কিনে।

একাত্তরের যে মালাটা গেঁথেছিলাম হায়!

সেটা আজ বাধ্য হয়ে দিলাম গরুর গলায়।

বিষয়: বিবিধ

৮৫৩ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311222
২৬ মার্চ ২০১৫ বিকাল ০৫:৫৪
নূর আল আমিন লিখেছেন : মাশ আল্লাহ
২৬ মার্চ ২০১৫ রাত ১০:৪৬
252333
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

বিশুদ্ধ কথা মা+শায়া+আল্লাহ =
মা শা'আল্লাহ ماَ شَاأَ اَللَه

জাযাকাল্লাহ..
২৭ মার্চ ২০১৫ রাত ০২:১৯
252382
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ দুই ভাইকেই, হয়তো ফিঙ্গার মিসটেক, তবুও যদি ভুল হযে থাকে সুধরানোর পথ তো হলই
311225
২৬ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:২৫
মেরাজ লিখেছেন :
২৭ মার্চ ২০১৫ রাত ০২:১৯
252383
বাকপ্রবাস লিখেছেন : হা হা হা সেরাম
311226
২৬ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৩০
আবু জারীর লিখেছেন : খালি কান্দন আসে!!!!! গজে চড়ে হাতি আসল কিন্তু ইন্ডিয়া জিতল না.........। এই দুঃখ কোথায় রাখি????????????????
২৭ মার্চ ২০১৫ রাত ০২:২১
252385
বাকপ্রবাস লিখেছেন : হেতেরা হাগল হই গেছে

বাংলাদেশ ভারতের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ পরবর্তী সময়ে বিতর্ক, আর বাংলাদেশিদের প্রতিক্রিয়াতে ক্ষুব্ধ হয়ে ‘নতুন পাকিস্তান’ -এর অভ্যূদ্বয় ঘটেছে বলেও স্ট্যাটাসে বলেন এই শিল্পী। রূপম ইসলাম বলেন, ‘অনেক ম্যাচ জিতেছি, তার থেকে অনেক অনেক বেশী ম্যাচ হেরেছি। তথাকথিত ভারত-পাকিস্তান বিদ্বেষের গল্প শুনেছি, কিন্তু আমার পরিবেশে কখনো ছায়া ফেলেনি। অত্যন্ত লজ্জার সঙ্গে গত কয়েক দিন ধরে এক নতুন পাকিস্তানের অভ্যূদ্বয় সহ্য করছি, আমার অভিজ্ঞতায় যা বিরলতম’।
লকাতা বাংলা ব্যান্ড ফসিলসের জনপ্রিয় ভোকাল রূপম ইসলাম
311227
২৬ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৩৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সিডনির মাঠে কিসের দুর্গন্ধ হচ্ছে বলে জানা গেছে। তবে এই কাজটা কে করেছে জানা যায় নাই ধারণা করা হচ্ছে কোহলি নয়তো দেওয়ানের কাজ।
২৭ মার্চ ২০১৫ রাত ০২:২১
252386
বাকপ্রবাস লিখেছেন : ধুর আমার ব্লগটাও গন্ধ করে দিলেন
311255
২৬ মার্চ ২০১৫ রাত ১০:৫৬
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


এক কথায় "চমেতকার"
গরুটা কোথাকার?
কোলকাত্তা না বিহার?
২৭ মার্চ ২০১৫ রাত ০২:২২
252387
বাকপ্রবাস লিখেছেন : ওয়াইলাইকুম আসসালাম,
গরু হেতাগো, তাই মালাটা গরুর গলায় দিলাম
311268
২৬ মার্চ ২০১৫ রাত ১১:৪৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : গরুর গলায় ছুড়ি টাই ভাল!! দাদারা আবার সেটা খায়না।
২৭ মার্চ ২০১৫ রাত ০২:২৩
252388
বাকপ্রবাস লিখেছেন : গরু খায়না গরুর হিসি খায়Rolling on the Floor
311302
২৭ মার্চ ২০১৫ সকাল ০৬:৪৩
গাজী সালাউদ্দিন লিখেছেন :
একাত্তরের যে মালাটা গেঁথেছিলাম হায়!

সেটা আজ বাধ্য হয়ে দিলাম গরুর গলায়।


বাহ! একটা জিনিসরে ভাই আপনি! আপনার সুদূরপ্রসারী চিন্তার প্রশংসা আমাকে করতেই হয়য়! ৪৪ বছর আগে গাথা মালা এখনো অক্ষত রয়েছে! ৪৪বছর আগেই জানতেন এমন কিছু একটা হবে? তাই দীর্ঘ অপেক্ষা! বাহ, ইউ আর ঠি গ্রেইট!
২৮ মার্চ ২০১৫ রাত ১১:৪৫
252614
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File