# মওকা দেখ গরুর গলায়!!!!
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ মার্চ, ২০১৫, ০৫:৫২:৪৯ বিকাল
একটা কথা মনে রেখ মনে রেখে ময়লা
ভালবাসা যতই কর ফলাফলটা কয়লা।
একাত্তরে বন্ধু ছিলে আজও ভাবি তায়
তবু কেন কথায় কথায় মওকা তোমার চায়?
বন্ধু তোমার মওকার মূল্য কত হতে পারে!
একবারও কি ভাবলে তুমি চোখ বন্ধ করে?
ষোল কোটি হাত তুলেছে সবাই এক মত
অষ্ট্রেলিয়ার জয় চেয়েছে একটাই শপথ।
এবার তবে নাওগো বিদায় সসম্মানে
এবার তবে পাওনি মওকা ভাম্পায়ার কিনে।
একাত্তরের যে মালাটা গেঁথেছিলাম হায়!
সেটা আজ বাধ্য হয়ে দিলাম গরুর গলায়।
বিষয়: বিবিধ
৮৫৩ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিশুদ্ধ কথা মা+শায়া+আল্লাহ =
মা শা'আল্লাহ ماَ شَاأَ اَللَه
জাযাকাল্লাহ..
বাংলাদেশ ভারতের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ পরবর্তী সময়ে বিতর্ক, আর বাংলাদেশিদের প্রতিক্রিয়াতে ক্ষুব্ধ হয়ে ‘নতুন পাকিস্তান’ -এর অভ্যূদ্বয় ঘটেছে বলেও স্ট্যাটাসে বলেন এই শিল্পী। রূপম ইসলাম বলেন, ‘অনেক ম্যাচ জিতেছি, তার থেকে অনেক অনেক বেশী ম্যাচ হেরেছি। তথাকথিত ভারত-পাকিস্তান বিদ্বেষের গল্প শুনেছি, কিন্তু আমার পরিবেশে কখনো ছায়া ফেলেনি। অত্যন্ত লজ্জার সঙ্গে গত কয়েক দিন ধরে এক নতুন পাকিস্তানের অভ্যূদ্বয় সহ্য করছি, আমার অভিজ্ঞতায় যা বিরলতম’।
লকাতা বাংলা ব্যান্ড ফসিলসের জনপ্রিয় ভোকাল রূপম ইসলাম
এক কথায় "চমেতকার"
গরুটা কোথাকার?
কোলকাত্তা না বিহার?
গরু হেতাগো, তাই মালাটা গরুর গলায় দিলাম
বাহ! একটা জিনিসরে ভাই আপনি! আপনার সুদূরপ্রসারী চিন্তার প্রশংসা আমাকে করতেই হয়য়! ৪৪ বছর আগে গাথা মালা এখনো অক্ষত রয়েছে! ৪৪বছর আগেই জানতেন এমন কিছু একটা হবে? তাই দীর্ঘ অপেক্ষা! বাহ, ইউ আর ঠি গ্রেইট!
মন্তব্য করতে লগইন করুন