# স্বাধীনতার গান

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ মার্চ, ২০১৫, ১১:৫৯:৩৮ সকাল



আজকে যখন গাইছে সবাই স্বাধীনতার গান

আমার মনে শংকা জাগে স্বাধীন কি আর ছিলাম?

পুজীর খাতায় রুজি অধীন শেকল পড়া পায়

ধনী কেন আরো ধনী গরীবের ভাত নাই।

শাসন যখন শোষন করে স্বাধীন কি আর থাকে!

তোমরাই বল এমন হলে স্বাধীন বলে কাকে?

বল দেখি পেট্রোল বোমায় পুড়ছে কেন মা

একাত্তরের মতো আজও গুম হচ্ছে না?


আজও কেন ক্রস ফায়ারের খবর শিরোনাম

দুরুত্ব কি বাড়ছেনা রোজ ডানের সাথে বাম?

স্বাধীনতার মানে কি শুধু সভা সেমিনার!

রাত পেরোলেই হিন্দি গানে ভুলছিনা আবার?

হায়দার কেন সুর তুলে স্বাধীনতাকে খোঁজে

তবুও কেন রইছি সবাই বোধের চোখ বুজে।

স্বাধীনতার তকমা দিয়ে শেকল পড়ার গান

গাইবনা আর বেশুর সুরে যদি না জুড়ায় প্রাণ।

বিষয়: বিবিধ

৮৪৭ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311196
২৬ মার্চ ২০১৫ দুপুর ০৩:৪৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : Excellent Excellent খুব ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে
২৬ মার্চ ২০১৫ বিকাল ০৪:৪১
252268
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ ভাইযান, খেলা ফেলে কমেন্ট করতে আসলেন বলে
311201
২৬ মার্চ ২০১৫ বিকাল ০৪:৪৪
311213
২৬ মার্চ ২০১৫ বিকাল ০৫:৪২
নূর আল আমিন লিখেছেন : মাশ আল্লাহ
311303
২৭ মার্চ ২০১৫ সকাল ০৬:৪৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : বাংলাদেশ অন্য যেকোন সময়ের চাইতে অনেক বেশি স্বাধীন!

মন্ত্রীরা বলে! হাছা কথাতো?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File