লিমেরিক গুচ্ছ নাচায় পুচ্ছ

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ মার্চ, ২০১৫, ১২:৫৩:১৬ দুপুর

****১****

সালাউদ্দীন নিখোঁজ বিষয়টা ভাবনার

ক্যাটরিনা নিখোঁজ বিষয়টা ব্যাবসার

হ্যপীর সম্ভ্রম

রুবেলের চমচম

ফেইসবুকে হাটু জল ঢেউ উঠে বন্যার।

****২****

নাইট ক্লাবে ফাইট করে সম্ভ্রম রক্ষা

শত চেষ্টায় হার মানে মক্ষীর মক্ষা

আধুনকি চেতনা

কামনার বাসনা

সমাজ তো ধুকবেই রোগ যখন যক্ষা।

****৩****

আয় রে খাবি চ্যাং ধোলা

তার আগে বল কার পোলা

জিলাপির প্যাচ

রাস্তায় সেচ

হমুন্দির পো তোর চেইন খোলা।

****৪****

তিস্তার হিস্যা বুঝিয়ে দেব পানি ছলছল

তিন বিঘা ছেড়ে দেব লাগবে নাকি বল

চারে ছ'য়ে

রয়ে সয়ে

একটু যদি ছাড় দিতি মাশরাফি তোর দল।

****৫****

সমঝোতা করলে সহজ নইলে ভীষণ কঠিন যে

দা কুমড়ার সমঝোতায় কচু কাটা তবে যে

ডেকে বাপ

একটু চাপ

বের হলেই দেখবি তবে পেটের ব্যাথা যাবে যে।

****৬****

বৌ ঝিরা এখন আর আগের মতো নাই

কিনলে মাছ কুটে আনো নইলে টেকা দায় 

ভাঙ্গা রেকর্ড ঘেন ঘেন

মাড়তে গাল ভাতের ফেন 

সিরিয়াল টা মিস হলে হরতাল মিস নাই।

বি.দ্র. দু'একটি আগেও প্রকাশ হয়েছে, এখন একটু ঘষামাজা করে আবার প্রকাশ করলাম।

বিষয়: বিবিধ

১০০৪ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311027
২৫ মার্চ ২০১৫ দুপুর ০১:০২
লালসালু লিখেছেন : কি যে বলেছেন দাদা
২৬ মার্চ ২০১৫ দুপুর ১২:১০
252247
বাকপ্রবাস লিখেছেন : জি দাদা, তাই......ধন্যবাদ জানায়
311028
২৫ মার্চ ২০১৫ দুপুর ০১:০২
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো
২৬ মার্চ ২০১৫ দুপুর ১২:১১
252248
বাকপ্রবাস লিখেছেন : খুবই ধন্যবাদ জানবেন বড়ভাই
311046
২৫ মার্চ ২০১৫ দুপুর ০৩:১৫
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

মা শা আল্লাহ... Thumbs Up

আপনার আবার পূচ্ছ হলো কবে? Tongue Big Grin

কার পূচ্ছ কে নাড়ায়? Big Grin
২৬ মার্চ ২০১৫ দুপুর ১২:১১
252249
বাকপ্রবাস লিখেছেন : ওয়াইলাইকুম আসসালাম বড় ভাই,,,, লাগিয়েছে একটা জিনজিরা মেইডRolling on the Floor Rolling on the Floor
311048
২৫ মার্চ ২০১৫ দুপুর ০৩:১৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নিস্থব্ধতা হিরন্ময়!!!
২৬ মার্চ ২০১৫ দুপুর ১২:১২
252250
বাকপ্রবাস লিখেছেন : আমনে দার্শনিক হয়ে যাচ্ছেন দাদা, শব্ত শক্ত কমেন্ট করছেন
২৭ মার্চ ২০১৫ রাত ১২:৩১
252366
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অবশ্যই বিয়ে করো। যদি ভাল বউ পাও তাহলে সুখি হবে না হলে তুমি হবে একজন দার্শনিক!- সক্রেটিস
২৭ মার্চ ২০১৫ রাত ১২:৩১
252368
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অবশ্যই বিয়ে করো। যদি ভাল বউ পাও তাহলে সুখি হবে না হলে তুমি হবে একজন দার্শনিক!- সক্রেটিস
311103
২৫ মার্চ ২০১৫ রাত ১০:৫৫
আবু জারীর লিখেছেন : ভালো লাগলো
ধন্যবাদ
২৬ মার্চ ২০১৫ দুপুর ১২:১৩
252251
বাকপ্রবাস লিখেছেন : খুবই ধন্যবাদ জারীর ভাই, আপনার বিয়ের দাওয়া পেয়েছি, সময় করে একদিন টানা পড়া শুরু করতে হবে দেখি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File