লিমেরিক গুচ্ছ নাচায় পুচ্ছ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ মার্চ, ২০১৫, ১২:৫৩:১৬ দুপুর
****১****
সালাউদ্দীন নিখোঁজ বিষয়টা ভাবনার
ক্যাটরিনা নিখোঁজ বিষয়টা ব্যাবসার
হ্যপীর সম্ভ্রম
রুবেলের চমচম
ফেইসবুকে হাটু জল ঢেউ উঠে বন্যার।
****২****
নাইট ক্লাবে ফাইট করে সম্ভ্রম রক্ষা
শত চেষ্টায় হার মানে মক্ষীর মক্ষা
আধুনকি চেতনা
কামনার বাসনা
সমাজ তো ধুকবেই রোগ যখন যক্ষা।
****৩****
আয় রে খাবি চ্যাং ধোলা
তার আগে বল কার পোলা
জিলাপির প্যাচ
রাস্তায় সেচ
হমুন্দির পো তোর চেইন খোলা।
****৪****
তিস্তার হিস্যা বুঝিয়ে দেব পানি ছলছল
তিন বিঘা ছেড়ে দেব লাগবে নাকি বল
চারে ছ'য়ে
রয়ে সয়ে
একটু যদি ছাড় দিতি মাশরাফি তোর দল।
****৫****
সমঝোতা করলে সহজ নইলে ভীষণ কঠিন যে
দা কুমড়ার সমঝোতায় কচু কাটা তবে যে
ডেকে বাপ
একটু চাপ
বের হলেই দেখবি তবে পেটের ব্যাথা যাবে যে।
****৬****
বৌ ঝিরা এখন আর আগের মতো নাই
কিনলে মাছ কুটে আনো নইলে টেকা দায়
ভাঙ্গা রেকর্ড ঘেন ঘেন
মাড়তে গাল ভাতের ফেন
সিরিয়াল টা মিস হলে হরতাল মিস নাই।
বি.দ্র. দু'একটি আগেও প্রকাশ হয়েছে, এখন একটু ঘষামাজা করে আবার প্রকাশ করলাম।
বিষয়: বিবিধ
১০০৪ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মা শা আল্লাহ...
আপনার আবার পূচ্ছ হলো কবে?
কার পূচ্ছ কে নাড়ায়?
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন