# বৃষ্টিটা আজ তোর হোক

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২২ মার্চ, ২০১৫, ০৩:৫৬:০১ দুপুর



বৃষ্টি আজ পড়ছে পড়ুক

ঠান্ডা লাগুক আজ তোর

অঝোর ধারায় ঝরছে ঝরুক

আজ তোর লাগুক ঘোর।

বৃষ্টি পড়ুক তোর গালে

তোর ঠোটে তোর চুলে

বৃষ্টি পড়ুক তোর মুখে

তোর নাকে তোর বুকে।


বৃষ্টি পড়ুক তোর ছাদে

তোর জামায় তোর কাঁধে

বৃষ্টির জল তোর মনে

যাওয়া আসা হোক অবাধে।

বৃষ্টি পড়ুক কার্ণিশে তোর

একটা কাক ভিজছে ভিজুক

পাশের বাড়ির টিনের ছাদে

ঝম ঝমিয়ে বৃষ্টি পড়ুক।


বৃষ্টি পড়ুক তোর পাড়ায়

তোর রাস্তায় বৃষ্টি পড়ুক

এক দিন বৃষ্টিতে বিকেলে

অঞ্জন দত্ত বাজতে থাকুক।

বৃষ্টি পড়ুক আজকে কেবল

পড়ুক বৃষ্টি তোর জন্যে

আমি খুশি একটা ছড়া

লিখলে কেবল আজ ধন্যে।

বিষয়: বিবিধ

১০৯৬ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

310468
২২ মার্চ ২০১৫ বিকাল ০৪:৩৫
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

পড়তে কষ্ট হয়- Sleepy Happy]
ছন্দ-মাত্রায় উল্টোচলা শুরু করলেন নাকি Thinking

তবে ভাবটা বেশ ভালো হয়েছে বলতেই হয় :D/
Winking) Rose

বৃষ্টিটা আজ পড়ছে পড়ুক
ঠান্ডা লাগুক আজকে তোর

অঝোর ধারায় ঝরছে ঝরুক
আজকে মনে লাগুক ঘোর।
বৃষ্টি পড়ুক তোর গালে
তোর দুঠোঁটে তোর চুলে

বৃষ্টি পড়ুক তোর মুখে
তোর নাকে ও তোর বুকে।

বৃষ্টি পড়ুক তোর ছাদে
তোর জামাতে তোর কাঁধে

.......

বৃষ্টি পড়ুক আজকে কেবল
পড়ুক বৃষ্টি তোর জন্য

একটা ছড়া লিখছি আমি
সেই খুশিতে আজ ধন্য

২২ মার্চ ২০১৫ বিকাল ০৪:৪৪
251448
বাকপ্রবাস লিখেছেন : ঘন্টায় তিনটা ডেলিভারী তাই লেজগুজ তালগোল হা হা হা থেঙক্স ফর কারেকশান
২২ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:১৫
251472
আবু সাইফ লিখেছেন : Quality is more Important than Quantity
মাণিকের খানিকটাও ভালো
তাই বলে ডেলিভারী রাট কমাতে বলিনি-
আপনি আরেকটু মনযোগী হলেই পারেন
২২ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:২৪
251474
বাকপ্রবাস লিখেছেন : আমি আসলে কোয়ানটিটির উপরও জোর দিইনা, আমার লিখা আমি নিজেও ভাল করে সংরক্ষণ করিনা, ঢাকঢোল খুব একটা পিটাইনা, কারন আমি জানি আমি ঠুনকো লিখি, ভাল লাগে তাই লিখি, সারাক্ণ মনে ছন্দ কাজ করে, আমাকে দিয়ে লিখালিখি হবেনা সেটা আমি নিশ্চিত, নতুন করে জন্মানো ছাড়া এটা সম্ভব নয়
২৪ মার্চ ২০১৫ দুপুর ১২:০৪
251818
আবু সাইফ লিখেছেন : আল্লাহতায়ালা আপনাকে যে বিশেষ যোগ্যতা দিয়েছেন তার অপচয় করা বা সঠিক সর্বোত্তম ব্যবহার না করা কি উচিত? :Thinking

আমার মাথায় তো মাসেও একটা ছড়ার ভাব আসেনা, তবে ভাব এলে ঝটপট লিখে ফেলতে পারি!

বড়শীতে মাছ ধরার মত,
৫/৬ঘন্টা বসে থেকে একটা পুঁটিও ধরা পড়েনা!! Crying Crying
২৪ মার্চ ২০১৫ দুপুর ১২:১৮
251825
বাকপ্রবাস লিখেছেন : হা হা হা

গতকাল থেকে নতুন করে ভাবছি, এক বড়ভাই একটা কমেন্ট করেছেন কি করে তাল লয় ঠিক রাখা যায় সে ব্যাপারে, আরো অনেকে কমেন্ট করেছে আপনার মতো, সবাই বলছে একটু মনোযোগ দিলে কিছু একটা হতে পারে, তাই নতুন করে ভাবছি, সবাইকে ধন্যবাদ যারা আমাকে ভার লিখার জন্য উৎসাহ দিয়ে যাচ্ছেন
310472
২২ মার্চ ২০১৫ বিকাল ০৪:৪৮
সিটিজি৪বিডি লিখেছেন : দয়া মায়া নাই।
২২ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:২৪
251475
বাকপ্রবাস লিখেছেন : ঘটনা কি ভাইযান? ছাতা লাগলে বলেন সাপ্লাই দিমু, দয়া মায়া নিয়ে টান দেন কা?
310489
২২ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৫৭
নিরবে লিখেছেন : আমার খালাম্মা এইডা শুনে জিগায় , এই লোকের বউ কন থায়ে???


২২ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:১৮
251481
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
310510
২২ মার্চ ২০১৫ রাত ০৮:৩২
দ্য স্লেভ লিখেছেন : এ তো পুরাই উরাধুরা কবিতা....Rolling on the Floor
২২ মার্চ ২০১৫ রাত ১০:২৭
251534
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor বৃষ্টিতে ভিজলে একটু উরা ধুরা হতে হয় হা হা হা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File