# বৃষ্টিটা আজ তোর হোক
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২২ মার্চ, ২০১৫, ০৩:৫৬:০১ দুপুর
বৃষ্টি আজ পড়ছে পড়ুক
ঠান্ডা লাগুক আজ তোর
অঝোর ধারায় ঝরছে ঝরুক
আজ তোর লাগুক ঘোর।
বৃষ্টি পড়ুক তোর গালে
তোর ঠোটে তোর চুলে
বৃষ্টি পড়ুক তোর মুখে
তোর নাকে তোর বুকে।
বৃষ্টি পড়ুক তোর ছাদে
তোর জামায় তোর কাঁধে
বৃষ্টির জল তোর মনে
যাওয়া আসা হোক অবাধে।
বৃষ্টি পড়ুক কার্ণিশে তোর
একটা কাক ভিজছে ভিজুক
পাশের বাড়ির টিনের ছাদে
ঝম ঝমিয়ে বৃষ্টি পড়ুক।
বৃষ্টি পড়ুক তোর পাড়ায়
তোর রাস্তায় বৃষ্টি পড়ুক
এক দিন বৃষ্টিতে বিকেলে
অঞ্জন দত্ত বাজতে থাকুক।
বৃষ্টি পড়ুক আজকে কেবল
পড়ুক বৃষ্টি তোর জন্যে
আমি খুশি একটা ছড়া
লিখলে কেবল আজ ধন্যে।
বিষয়: বিবিধ
১০৯৬ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পড়তে কষ্ট হয়- ]
ছন্দ-মাত্রায় উল্টোচলা শুরু করলেন নাকি
তবে ভাবটা বেশ ভালো হয়েছে বলতেই হয় :D/
)
বৃষ্টিটা আজ পড়ছে পড়ুক
ঠান্ডা লাগুক আজকে তোর
অঝোর ধারায় ঝরছে ঝরুক
আজকে মনে লাগুক ঘোর।
বৃষ্টি পড়ুক তোর গালে
তোর দুঠোঁটে তোর চুলে
বৃষ্টি পড়ুক তোর মুখে
তোর নাকে ও তোর বুকে।
বৃষ্টি পড়ুক তোর ছাদে
তোর জামাতে তোর কাঁধে
.......
বৃষ্টি পড়ুক আজকে কেবল
পড়ুক বৃষ্টি তোর জন্য
একটা ছড়া লিখছি আমি
সেই খুশিতে আজ ধন্য
মাণিকের খানিকটাও ভালো
তাই বলে ডেলিভারী রাট কমাতে বলিনি-
আপনি আরেকটু মনযোগী হলেই পারেন
আমার মাথায় তো মাসেও একটা ছড়ার ভাব আসেনা, তবে ভাব এলে ঝটপট লিখে ফেলতে পারি!
বড়শীতে মাছ ধরার মত,
৫/৬ঘন্টা বসে থেকে একটা পুঁটিও ধরা পড়েনা!!
গতকাল থেকে নতুন করে ভাবছি, এক বড়ভাই একটা কমেন্ট করেছেন কি করে তাল লয় ঠিক রাখা যায় সে ব্যাপারে, আরো অনেকে কমেন্ট করেছে আপনার মতো, সবাই বলছে একটু মনোযোগ দিলে কিছু একটা হতে পারে, তাই নতুন করে ভাবছি, সবাইকে ধন্যবাদ যারা আমাকে ভার লিখার জন্য উৎসাহ দিয়ে যাচ্ছেন
মন্তব্য করতে লগইন করুন