# রাত্রি তোর
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২০ মার্চ, ২০১৫, ১১:৪২:০৮ সকাল
রাত্রি তোর হয়না ভোর
কোল বালিশটা ঘুরছে খাট
ভাংচে চুড়ি শব্দ নুড়ি
কাঁপছে শরীর রক্ত জমাট।
ফুলেরা সব জেনে গেছে
মিশে হাওয়ায় গন্ধ তার
শার্শি ভেদে জানলার কাচ
লেপে তোষকে লুটে আঁধার।
রাত্রি তোর শরীর তোর
দুলটা কানের গেছে বেকে
যাচ্ছে খুড়ে সিঁদেল চোর
একটা পেঁচা যাচ্ছে হেকে।
টিক টিক দেয়াল ঘড়ি
ঘূর্ণী পাকের শব্দ মালায়
খোপার চুল জট পাকে
ক্লান্তিরা ফের ইচ্ছে জাগায়।
রাত্রি তোর তন্দ্রা ঘোর
আমার কেবল ভাবনার জল
স্বপ্নরা সব শিমুল তুলা
হাওয়ায় উড়ে পরীর দল।
বিষয়: বিবিধ
৮৭৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন