# কুমিরা ঘাট
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ মার্চ, ২০১৫, ১০:১৩:০৪ রাত
ওপারে আবার ভাংলে দ্বীপ
কুমিরা ঘাটে ভীড়বে শীপ।
আশা যাওয়ার সেই পথে
পড়লে মনে কোন মতে
সামলে নিয়ে মনকে আবার
দেখব ঐ দূরের পাহাড়।
ওপারে আবার জাগলে দ্বীপ
কুমিরা ঘাটে ফিরতি শীপ।
যুদ্ধ আবার তেল নুনের
থামবেনা আর এক জীবনের
লড়তে লড়তে ঢেউয়ের সাথে
সামলে নেব কোন মতে।
ওপারে আবার চর দখল
কুমিরা ঘাটে গড়াবে জল।
কোন কুলে যাব আর
কুমিরা ঘাটেই ফিরব আবার
সেই ঘাটেই হস্ত রেখা
মিরু'র সাথে প্রথম দেখা।
বিষয়: বিবিধ
১০৭১ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন