# বিউটি ক্রিম

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ মার্চ, ২০১৫, ০৫:৩৪:২১ বিকাল



এক ক্রিমেই ফর্সা

আনল কিনে বর্ষা

শরৎ হেমন্ত বসন্তেও

পেলনা আর ভরসা।

আসল আবার প্লাস

এলোভেরা নির্যাস

বর্ষা এবার ফর্সা হবেই

তেমনই বিশ্বাস।


প্লাসের পর সিলভার

বিশ্বাস করুন একবার

বর্ষা কিন্তু নিশ্চিত ছিল

ফর্সা হবেই এইবার।

গোল্ড যখন আসল

খটকা এবার লাগল

ফর্সার নামে ক্রিম

নাকি ঘোড়ার ডিম।


বি.দ্র. চিন্তার সূত্রপাত এটা তো পুরাই ঠকতি!

লিখেছেন FM97 ১৭ মার্চ, ২০১৫, ০২:২১ দুপুর এর পোষ্ট থেকে

বিষয়: বিবিধ

১০৬৯ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309517
১৭ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:১৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : সবই ঘোড়ার ডিম Big Grin Big Grin
১৮ মার্চ ২০১৫ রাত ০১:২৯
250527
বাকপ্রবাস লিখেছেন : জি খাইতে মজা
309550
১৭ মার্চ ২০১৫ রাত ১০:৪৯
আবু জারীর লিখেছেন : ফর্সা হতেই হবে নইলে...
১৮ মার্চ ২০১৫ রাত ০১:২৯
250528
বাকপ্রবাস লিখেছেন : নইলে বর্ষার জীবন বৃথা
309551
১৭ মার্চ ২০১৫ রাত ১০:৪৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এমন কিরিম কেউ কিনতে চাইলে আমি আরো ভাল ফর্মুলা দিই। কষ্টিক সোডা আর লেবুর রস মিশাইয়া মুখে মাখলে এক মিনিটে ফর্সা হয়ে যাবেন।
১৮ মার্চ ২০১৫ রাত ০১:৩০
250529
বাকপ্রবাস লিখেছেন : চামড়া থাইকবতো? নাকি রওশন এরশাদ হইয়া যাইব
309608
১৮ মার্চ ২০১৫ সকাল ০৭:৪৯
গাজী সালাউদ্দিন লিখেছেন :
গোল্ড যখন আসল

খটকা এবার লাগল

ফর্সার নামে ক্রিম

সবই ঘোড়ার ডিম

এই লাইনগুলো অসাধারণ লেগেছে। ধন্যবাদ মজায় মজায় ধোকা খেয়ে বোকা বনে যাওয়ার বিষয়টি করানোর জন্য।
১৮ মার্চ ২০১৫ সকাল ১১:২৫
250585
বাকপ্রবাস লিখেছেন : খুবই ধন্যবাদ গাজী ভাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File