# অমুক বাবার মাজারে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৬ মার্চ, ২০১৫, ০৫:৪৭:২৮ বিকাল
অমুক বাবার মাজারে সিজদা পরে হাজারে
পানি পড়া তাবিজ কবজ মিলতে পারে গাজা'রে।
লাউ কুমড়া গরু ছাগল দান বাকস মোমবাতি
আসে জোয়ান আসে বুড়া মা খালা পোয়াতি।
দোয়া মিলে বিনে পয়সায় অনাগতের দিনগুলি
বাবার কাছে চাইছে সবাই জান প্রাণ মন খুলি।
বাবার ধ্যানে মত্ত সবাই আগর বাতির ধোঁয়াতে
থাকবেনা আর বালা মসিবত অমুক বাবার কুদরতে।
মাজার ঘেষে গাছটাতে ঝুলিয়ে দিলে লাল কাপড়
খাদেম এসে বুঝিয়ে দেবে ফজিলতের খোশ খবর।
মোম বাতি জ্বালিয়ে দিয়ে করবে দান প্যাকেট ভরে
সেই বাতি মিলবে আবার পাশের দোকান টং ঘরে।
দেখছি সবাই আশে পাশে খুলছিনা কেউ মুখ আর
কিসের যেন ভয় সংকোচ বিগড়ে যদি যায় আবার!
ভোটের আবার হিসাব আছে মার্কা তাদের মোমবাতি
সিলটা যদি নৌকাতে যায় তেমন একটা নাই ক্ষতি।
ঈমান যাবে বেঈমান হবে যদি উঠে দাঁড়ি পাল্লায়
ধানের শিষ তাও হবেনা গোস্সা হবেন এক আল্লায়।
বুঝলে তবে চলুন সবাই অমুক বাবার মাজারে
গুড়িয়ে দিয়ে বলতে হবে শিরক এবার রাখনারে।
বিষয়: বিবিধ
১২৪৭ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মোড় মাথাতে মিলব সবে৷
হাতুড়ি নেই মুগুর আছে,
মইটা নেব উঠব গাছে৷
মাজারটা আস্ত থাকে,
সহায় হবে আল্লাহ পাকে৷
বাজার যাক
মাজার ব্যাবসা
কাকে খাক
ইসলাম জানে না, নিজেও মানে না,
হয়ে গেছে খাজা বাবা
গান-বাজনা-জারি, মাতাল মুরিদ নারী
খায় মদ-গাঁজা-ইয়াবা॥
পাগল-মুরিদ শত নেশায় মাতালের মত
ভাবে করছে তারা ইবাদত
শয়তান দেখে তা হেসে বলে হে খোদা
ওরাতো মেরেছে মোর ইজ্জত॥
ভাবতিছি কাটগড়ে বাবা সৈয়দ বাকি প্রবাসি এর নামে একটা ব্যবসা শুরু করব কিনা!!!
মন্তব্য করতে লগইন করুন