তবুও তোর মওকা চাই

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ মার্চ, ২০১৫, ০৫:৩৪:১৪ বিকাল



রেরুবাড়ী ভাগিয়ে নিয়ে

তিনবিঘার খবর নাই

তবুও তোমার খাই খাই

বলছ এখন মওকা চাই।

বিনা পয়সায় ট্রানজিট দিলাম

নদী ভরাট রাস্তা দিলাম

বিবেক তোমার যায় কোথায়!

বলছ এখন মওকা চাই।


তিস্তা চুক্তি করে তবু

পানি কোথায় হদিস নাই

লাজ শরমের মাথা খেয়ে

বলছ এখন মওকা চাই।

টিপাই মুখ আটকে দিয়ে

বলছ মুখে বাঁধ কোথায়!

আর কত দেবে ধোকা

বলছ এখন মওকা চাই।


তোমার জন্য হন্য হয়ে

আমার দেশের নির্বাচন নাই

উদর তবু ভরছেনা তাই

বলছ এখন মওকা চাই।

একাত্তরের দোহায় দিয়ে

বলবে নাকি বাংলা চাই

সেই দিন আর নাইরে ভাই

আমরা এখন হিস্যা চাই ।




বিষয়: বিবিধ

৭৭৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309140
১৫ মার্চ ২০১৫ রাত ১০:৪৮
১৬ মার্চ ২০১৫ রাত ০২:১৯
250156
বাকপ্রবাস লিখেছেন : Crying Crying Crying Crying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File