একদিন সন্ধ্যায় যখন বিজলি চমকে যায়!

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ মার্চ, ২০১৫, ১২:১৫:৪৫ দুপুর



সুমনা চুলকায় মাথা উকুন বেড়েছে খুব

রুমানা কিছুই বলছেনা বসে আছে চুপ

সীমানার স্বপ্ন অসীম থাকবেনা সে দেশে

আফসানার ঠান্ডা লেগেছে থেমে থেমে কাশে।

জানিনা আজ কে কোথায় কোন সুদূরে

মিরুর আজকাল সেইসব মনে পড়ে।।


খোকনের হাত ধরে সে ছেড়েছে ঘর

সেই থেকে ঘরবাড়ি আপনজন পর

সন্ধ্যার গোধূলি আর জানলার পাশে বসে

মিরু'র মনে কত কি ভেসে আসে।

জানিনা আজ কে কোথায় কোন সুদূরে

মিরুর আজকাল সেইসব মনে পড়ে।।


অভাবের সংসার নেই আর খোকনের ব্যাবসা

এখন আর নেই ভয় ফুটো টিনে কাঁদাবে বর্ষা

চোখের জলে মুছে মুছে মেঝের কালো দাগ

মিরুর ঘরে টুইন আসে কিচির মিচির ডাক।

জানিনা আজ কে কোথায় কোন সুদূরে

মিরুর আজকাল সেইসব মনে পড়ে।।


মাঝের মধ্যে রিং করে পারু নামের ছোট বোনটা

এখন আর নেইতো ছোট থাকেনা আর ল্যাংটা

ইচড়ে পাকা সে পাচার করে ঘরের সব খবর

স্কুলে আজ হয়নি যাওয়া বৃষ্টিতে ভিজে সর্দি জ্বর।

জানিনা আজ কে কোথায় কোন সুদূরে

মিরুর আজকাল সেইসব মনে পড়ে।।


খোকন ফোন করে দোকান ছেড়ে যাচ্ছে বাজারে

রোজ রোজ একই মাছ আনলে এবার দেবে ছুড়ে

মা মা করে ডাকে দুই কন্যার ঝগড়া পড়ার টেবিলে

মিরু'র কাটে ঘোর সন্ধ্যার আকাশে বিজলি চমকে দিলে।

জানিনা আজ কে কোথায় কোন সুদূরে

মিরুর আজকাল সেইসব মনে পড়ে।।

বিষয়: বিবিধ

১১৮২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

308832
১৪ মার্চ ২০১৫ দুপুর ১২:৩০
জোনাকি লিখেছেন : বাহ! Day Dreaming ভালো লাগলো
১৪ মার্চ ২০১৫ রাত ০৯:৩০
249893
বাকপ্রবাস লিখেছেন : খুবই ধন্যবাদ জানবেন জোনাকিপু

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File