বসন্ত শেষে গণেষ যখন উল্টে যায়

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ মার্চ, ২০১৫, ০২:০৯:২৩ দুপুর

হ্যাপি নামের লাজুক একটা মেয়ে ছিল

বাউন্ডেলে রুবেল তার চারপাশ ঘুরছিল।

হ্যাপি যখন স্কুল যায় রুবেল রাস্তার মোড়

মনে মনে জপে হ্যাপি খবর আছে তোর।

Bee

বছর ঘুরে উল্টে গণেষ হয়ে আছে চিৎ

হ্যাপি এখন ঘুরে ঘুরে গাইছে রুবেল গীত

রুবেল আমার জানের জান পরানের ধন

তুই ছাড়া কে আর বুঝবে আমার মন।

Bee

ভোমর কি আর আসে ফিরে বসন্ত গেলে

ফুল যদি হারায় সৈারভ কে রাখে দিলে

রুবেল এখন আর থাকেনা চৌরাস্তার মোড়

হাত ইশারায় ডাকলে হ্যাপী পালায় ছিচকে চোর।

বিষয়: বিবিধ

১০৭৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

308034
০৯ মার্চ ২০১৫ দুপুর ০২:৫৫
সোহেল মোল্লা লিখেছেন : অনেক ধন্যবাদ
১০ মার্চ ২০১৫ রাত ১২:১৩
249180
বাকপ্রবাস লিখেছেন : খুবই ধন্যবাদ জানবেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File