বসন্ত শেষে গণেষ যখন উল্টে যায়
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ মার্চ, ২০১৫, ০২:০৯:২৩ দুপুর
হ্যাপি নামের লাজুক একটা মেয়ে ছিল
বাউন্ডেলে রুবেল তার চারপাশ ঘুরছিল।
হ্যাপি যখন স্কুল যায় রুবেল রাস্তার মোড়
মনে মনে জপে হ্যাপি খবর আছে তোর।
বছর ঘুরে উল্টে গণেষ হয়ে আছে চিৎ
হ্যাপি এখন ঘুরে ঘুরে গাইছে রুবেল গীত
রুবেল আমার জানের জান পরানের ধন
তুই ছাড়া কে আর বুঝবে আমার মন।
ভোমর কি আর আসে ফিরে বসন্ত গেলে
ফুল যদি হারায় সৈারভ কে রাখে দিলে
রুবেল এখন আর থাকেনা চৌরাস্তার মোড়
হাত ইশারায় ডাকলে হ্যাপী পালায় ছিচকে চোর।
বিষয়: বিবিধ
১০৭৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন