# জঙ্গী যখন হাতের পাঁচ

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৩ মার্চ, ২০১৫, ০৬:২৯:১০ সন্ধ্যা

Cook

গদিতে যখন টান পড়ে

খালা ওদিক চায়

জঙ্গী খুঁজে পায়।

Cheer

দাদা যখন টান মারে

লাটাই'র সুতোটায়

জঙ্গী খুঁজে পায়।


Time Out

র‌্যাব পুলিশের প্রমোশনের

হিড়িক পড়ে যায়

জঙ্গী খুঁজে পায়।

Chatterbox

উত্তর পাড়ার মোড়লেরা

লাল চোখে তাকায়

জঙ্গী খুঁজে পায়।


Wave

সুশীল বেশ্যা কামালেরা

যখন পিঠ চুলকায়

জঙ্গী খুঁজে পায়।

Not Listening

জঙ্গী তাই হাতের পাঁচ

ট্রাম মারতে চাই

জঙ্গী পুষো তাই।

বিষয়: বিবিধ

৮৮৭ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

307082
০৩ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৪৯
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৪ মার্চ ২০১৫ সকাল ১১:২৪
248483
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck
307092
০৩ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:২০
অনেক পথ বাকি লিখেছেন : আপনাকেও জঙ্গি মনে হইতাচে।
০৪ মার্চ ২০১৫ সকাল ১১:২৫
248484
বাকপ্রবাস লিখেছেন : চেষ্টা করতাছি দোয়া কইরেন Rolling on the Floor
307097
০৩ মার্চ ২০১৫ রাত ০৮:১৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : জংলি সরকার জঙ্গি খুজে!
০৪ মার্চ ২০১৫ সকাল ১১:২৫
248485
বাকপ্রবাস লিখেছেন : দিতে হবে বাঁশ গুজে
307105
০৩ মার্চ ২০১৫ রাত ০৯:০৫
আবু জান্নাত লিখেছেন : স্বয়নে স্বপনে জঙ্গি খুজে বেড়াও। একদিন সত্যিই জঙ্গি তোমায় ধরবে। রাখার ছেলের মতই চিৎকার করবে, কিন্তু কোন লাভ হবে না।
০৪ মার্চ ২০১৫ সকাল ১১:২৬
248486
বাকপ্রবাস লিখেছেন : হেতিরে জঙ্গি দিয়ে মারতে হবেনা, জনতা চুল টেনে ছিড়বে
307106
০৩ মার্চ ২০১৫ রাত ০৯:০৮
শেখের পোলা লিখেছেন : নমরূদ বল্ল আমিও মারতে ও বাঁচাতে পারি৷ জেল থেকে দুইজন কয়েদী এনে, একজনকে হত্যা করল আর জন্য জনকে মুক্তি দিল৷ তুলনা করা বোধ হয় বেঠিক হয়নি৷
০৪ মার্চ ২০১৫ সকাল ১১:২৬
248487
বাকপ্রবাস লিখেছেন : অবশ্যই সঠিক হয়েছে
307121
০৩ মার্চ ২০১৫ রাত ১০:১৩
অষ্টপ্রহর লিখেছেন : বরাবরের মত ভাল লাগলো।শুভ কামনা থাকলো|
০৪ মার্চ ২০১৫ সকাল ১১:২৭
248488
বাকপ্রবাস লিখেছেন : খুব করে ধন্যবাদ জানবেন অষ্টপ্রহর

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File