# টক ঝাল মিষ্টি

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০২ মার্চ, ২০১৫, ০২:০৫:৪৩ দুপুর



গোলাপ একটা কিনেছিলাম

দশটা টাকা দিয়া

আমায় দেখে মুখটা তোমার

দিলে ঘুরাইয়া।

আজকে তোমার প্রেম উতালা

কাল কোথায় ছিলে

অনেক কথা কানে আসে

খাচ্ছি রোজ গিলে।


কি হয়েছে লক্ষি সোনা

কিসের এমন কথা

বুকের মাঝে চেপে ধরে

পাচ্ছ ভীষণ ব্যাথা।

সত্যি বল কালকে তুমি

রমনা পার্ক যাওনি?

রত্নার সাথে হেসে হেসে

ফুচকা গিলে খাওনি?


কে বলেছে আজব কথা

করছে কান ভারি

আমিও তবে যাচ্ছি চলে

দিলাম আজ আড়ি।

এই শোন কাছে এসো

ফুল গুজে দাও খোপায়

এখন থেকে রোজই এমন

একটা গোলাপ চাই।


একটা কেন দশটা দেব

যদি তুমি চাও

দেখি এবার টিয়া পাখি

একটু হাসি দাও।

বিষয়: বিবিধ

৮৭৬ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

306825
০২ মার্চ ২০১৫ দুপুর ০২:৩০
হরিপদ লিখেছেন : হুহাহাহাহাহাহা
০৪ মার্চ ২০১৫ সকাল ১১:৩০
248489
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ জানবেন হরিপদ
306826
০২ মার্চ ২০১৫ দুপুর ০২:৩২
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আজ রত্না কাল স্বপ্না চলছেতো দিন বেশ,
বিশ্বপ্রেমিক মজনু মিয়া সন্দেহের নেই লেশ। Love Struck Love Struck Love Struck Love Struck
০৪ মার্চ ২০১৫ সকাল ১১:৩১
248490
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor দারুণ কমেন্ট
306830
০২ মার্চ ২০১৫ দুপুর ০২:৫৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : একটা কেন দশটা দেব
যদি তুমি চাও
দেখি এবার টিয়া পাখি
একটু হাসি দাও।


এমন হাসি দিলে চলবে Big Grin Big Grin
০৪ মার্চ ২০১৫ সকাল ১১:৩১
248491
বাকপ্রবাস লিখেছেন : একটু আস্তে দাত সব পড়ে যাবে এমন হাসি দিলে
306845
০২ মার্চ ২০১৫ বিকাল ০৪:০০
দুষ্টু পোলা লিখেছেন : এই শোন কাছে এসো

ফুল গুজে দাও খোপায়

এখন থেকে রোজই এমন

একটা গোলাপ চাই। Love Struck Love Struck
০৪ মার্চ ২০১৫ সকাল ১১:৩২
248492
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ দুষ্টু পোলা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File