# বিসিএসটা থাক এবার

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৮ ফেব্রুয়ারি, ২০১৫, ১০:২৩:৫৮ সকাল



আবীর সোনা ব্যাস্ত পড়ায়

বিসিএস টা সামনে

নাওয়া খাওয়া ছেড়ে ছুড়ে

ঘুমাচ্ছে না এমনে।

আম্মু বলছে খেতে আয়

বলছে আব্বু আয় না

তোমরা দু'জন দুষ্ট ভীষণ

পড়তে কেন দাওনা।



অজগর টা আসছে তেড়ে

আমটি আমি খাব পেড়ে

পড়ছে আবির ভীষণ রকম

বইয়ের পাতা যাচ্ছে উড়ে।

স্কুল ব্যাগটা রইল পড়ে

বইটা যে আর মিলছেনা

বকছে আম্মু বকছে আব্বু

কোথাও খুঁজে পাচ্ছেনা।


আবীর সোনা রাগ করছে

স্কুলে আজ যাচ্ছেনা

সাঙ্গ হল পড়া লিখা

বিসিএসটা ও দিচ্ছেনা।

বিষয়: বিবিধ

১১২৩ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

306483
২৮ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৩২
দ্বীপ জনতার ডাক লিখেছেন : ভালো লাগলো
২৮ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:০৪
248025
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck
306485
২৮ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৪২
হতভাগা লিখেছেন : বিসিএসে বয়সের রেন্জ কি এখন বাড়িয়েছে ? আগে তো জানতাম যে অনার্স পাস বা এপিয়ার্ড হলেই দেওয়া যায় , মানে ২২/২৩ বছর বয়সে। এখন কি এটা কমিয়ে ৬-৭ বছরে আনা হয়েছে ?
২৮ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:০৪
248026
বাকপ্রবাস লিখেছেন : বয়েস ব্যাপারনা, ছাত্রলীগ হলে পরীক্ষাই দেয়া লাগতনা
২৮ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:২৩
248049
হতভাগা লিখেছেন : ৬-৭ বছর বয়সে কি ছাত্রলীগে নেয় ? বা বিসিএসে আবেদন করতে পারে ?

বেশী বেশী বলে ফেললে আসল ঘটনারই বেসিস থাকে না ।
২৮ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:৩৬
248050
বাকপ্রবাস লিখেছেন : ফান করে লিখা হইছে, মর্ধ না পাইলে জৈষ্ট মধু খাওয়া যেতে পারে
306521
২৮ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:১৫
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : বাপকা বেটা !
মাকা ছাওয়াল !
চাচ্চুকা বিসিএস ক্যাডার....।
২৮ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:৩০
248038
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
306562
২৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:২১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বিসিএস না হবে না ছাঃলিঃ ক্যাডার হবে???
২৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:০৫
248084
বাকপ্রবাস লিখেছেন : তাইলে আর বই খোজা লাগবেনা, চাক্কু একখান হইলে হবে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File