# বিসিএসটা থাক এবার
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৮ ফেব্রুয়ারি, ২০১৫, ১০:২৩:৫৮ সকাল
আবীর সোনা ব্যাস্ত পড়ায়
বিসিএস টা সামনে
নাওয়া খাওয়া ছেড়ে ছুড়ে
ঘুমাচ্ছে না এমনে।
আম্মু বলছে খেতে আয়
বলছে আব্বু আয় না
তোমরা দু'জন দুষ্ট ভীষণ
পড়তে কেন দাওনা।
অজগর টা আসছে তেড়ে
আমটি আমি খাব পেড়ে
পড়ছে আবির ভীষণ রকম
বইয়ের পাতা যাচ্ছে উড়ে।
স্কুল ব্যাগটা রইল পড়ে
বইটা যে আর মিলছেনা
বকছে আম্মু বকছে আব্বু
কোথাও খুঁজে পাচ্ছেনা।
আবীর সোনা রাগ করছে
স্কুলে আজ যাচ্ছেনা
সাঙ্গ হল পড়া লিখা
বিসিএসটা ও দিচ্ছেনা।
বিষয়: বিবিধ
১১২৩ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বেশী বেশী বলে ফেললে আসল ঘটনারই বেসিস থাকে না ।
মাকা ছাওয়াল !
চাচ্চুকা বিসিএস ক্যাডার....।
মন্তব্য করতে লগইন করুন