কোন ইস্যুটা চাই বল?

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ ফেব্রুয়ারি, ২০১৫, ০৫:২৬:০৬ বিকাল



কোন ইস্যুটা লাগবে বল

দিচ্ছি একে একে

সব ইস্যুতে তোলপাড় হোক

নির্বাচন টা রেখে।

মান্না ইস্যু দিলাম যখন

পিলখানার টা থাক

পাইপ লাইনে খালেদা জিয়া

জেলখানা চিচিং ফাঁক।


শেয়ার বাজার ব্যাংক লুট

ইস্যু যত ছিল

আলম ইলিয়াস পাশ কাটিয়ে

কালো বিড়াল এল।

একে একে দিলাম যত

আরো কত চাই

সাত খুনের ইস্যুর কথা

ভুলে যাওয়া চাই।


সাগর রুনির ইস্যুর চাইতে

রেশমার টা মজার

হেফাজত ইস্যু কাজ না'হলে

মন করোনা বেজার।

রোজ রোজ দিয় যাব

নিত্য নতুন ইস্যু

দেখিস আবার চান্স পেলে

দিসনা করে হিস্যু।

বিষয়: বিবিধ

৮৯৩ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

306097
২৫ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:৩৯
হতভাগা লিখেছেন : দিলেম হাজারটা ইস্যু

পারলে কি করতে কিছু ?
২৫ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:২৮
247717
সজল আহমেদ লিখেছেন : কি করবে এই অবলা জনতায় ?
সরকার যখন মাথায় উপ্রে লবন থুইয়া বাদাম চিবিয়ে খায় ?
২৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:৫৯
247731
বাকপ্রবাস লিখেছেন : নামতে হবেই একদিন হারামজাদি
নামি নিশানা রাখবেনা আর নাতিপুতি
306098
২৫ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:৪২
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : বিচার মানি তালগাছটা আমার এমন মনোভাবপূর্ণ ব্যক্তিদের কাছে আর কি আশা করতে পারে মানুষ?
২৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:০৩
247732
বাকপ্রবাস লিখেছেন : তাল গাছ নিজের কাছেইতো আর রাখছেনা, তাল আর গাছ দুটোর দিয়ে দিচ্ছে দাদার চরনে
306103
২৫ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:২৫
সজল আহমেদ লিখেছেন : ভাই আমার ও সন্দেহ হইছে যে পিলখানা ঢাকতে মান্না ইস্যু সাজাইন্না হইছে ।এইবার বুঝলুম কবি কি মেধা রাখে ...এই আনন্দে আপনারে আমার বাড়িতে কলকাতা স্টাইলে দাওয়াত
দাদা খেয়ে আসবেন নাকি বাড়ি গিয়েই খাবেন ?
২৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:০৯
247733
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
গতবার তো না খাইয়ে ছেড়েছেন
এবার কিন্তু তা হচ্ছেনা
যতই বলবেন আসুন দাদা
আসতে এবার আর যাচ্ছিনা।

দুুধ না থাক রঙ চা খাব
খেয়ে তবে উঠছিনা
গল্পের ছলে দুপুর হলে
ভাত না খেয়ে আসছিনা।
306107
২৫ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:০০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বুঝিনা আমরা কিসু
সব হয়ে যায় হি.....
২৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:১১
247734
বাকপ্রবাস লিখেছেন : হচ্ছে যখন হতে দিন
বুবুর মাথায় পড়ুক
গড়িয়ে যখন গাল গড়াবে
খেয়ে একটু বুঝুক

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File