কোন ইস্যুটা চাই বল?
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ ফেব্রুয়ারি, ২০১৫, ০৫:২৬:০৬ বিকাল
কোন ইস্যুটা লাগবে বল
দিচ্ছি একে একে
সব ইস্যুতে তোলপাড় হোক
নির্বাচন টা রেখে।
মান্না ইস্যু দিলাম যখন
পিলখানার টা থাক
পাইপ লাইনে খালেদা জিয়া
জেলখানা চিচিং ফাঁক।
শেয়ার বাজার ব্যাংক লুট
ইস্যু যত ছিল
আলম ইলিয়াস পাশ কাটিয়ে
কালো বিড়াল এল।
একে একে দিলাম যত
আরো কত চাই
সাত খুনের ইস্যুর কথা
ভুলে যাওয়া চাই।
সাগর রুনির ইস্যুর চাইতে
রেশমার টা মজার
হেফাজত ইস্যু কাজ না'হলে
মন করোনা বেজার।
রোজ রোজ দিয় যাব
নিত্য নতুন ইস্যু
দেখিস আবার চান্স পেলে
দিসনা করে হিস্যু।
বিষয়: বিবিধ
৮৯৩ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পারলে কি করতে কিছু ?
সরকার যখন মাথায় উপ্রে লবন থুইয়া বাদাম চিবিয়ে খায় ?
নামি নিশানা রাখবেনা আর নাতিপুতি
গতবার তো না খাইয়ে ছেড়েছেন
এবার কিন্তু তা হচ্ছেনা
যতই বলবেন আসুন দাদা
আসতে এবার আর যাচ্ছিনা।
দুুধ না থাক রঙ চা খাব
খেয়ে তবে উঠছিনা
গল্পের ছলে দুপুর হলে
ভাত না খেয়ে আসছিনা।
সব হয়ে যায় হি.....
বুবুর মাথায় পড়ুক
গড়িয়ে যখন গাল গড়াবে
খেয়ে একটু বুঝুক
মন্তব্য করতে লগইন করুন