পিলখানার সূত্রপাত

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:৩৫:৩৭ সকাল



পিলখানা হত্যার পর একটা ষ্ট্যাটাস দিয়েছিলাম, ভারত রৌমারি ঘটনার পর সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশের সামরিক বাহিনী ধ্বংস করার, আর তার প্রতিফল হল বিডিআর বিদ্রোহ।

রৌমারিতে বিডিআর বিএসএফকে রুখে দিয়েছিল, বিএসফ এর ভাবনায় ছিলনা বিডিআর এতো দেশপ্রেমিক শক্তিশালি, অনেক বিএসএফ সেদিন বিডিআরের হাতে প্রাণ দিয়েছিল, আর বিএসএফ যেহেতু বাংলাদেশ সীমান্তে ঢুকে যুদ্ধটা করেছিল আর তাদের মৃত্যু দেশের মাটিতেই হয়েছিল তাই তারা আর অভিযোগ করতে পারেনি, নিরবে হজম করতে হয়েছিল।পরবর্তীতে বিডিএর নিজেই সহায়তা করে লাশ ফেরত দিয়েছিল।

পরে হাসিনা দ্রুত ছুটে গিয়েছিল দিল্লী, বৈঠকের কারন ফলাফল আর কেউ জানলনা, তবে সবাই দেখতে পেল বিডিআর প্রধানকে বদলী করা হল, ভারতকে বুঝিয়ে দেয়া হল আমরা তার শাস্থির ব্যাবস্থা করেছি, তুমি কিছু মনে করনা ভুল হয়ে গেছে।

কিন্তু ভারত সেদিনই বুঝে গিয়েছিল বাঙলাদেশ প্রতিরোধ করতে জানে, তার ঘাড় মটকাতে হবে আর সেদিন যে প্ল্যান করেছিল তার ফলাফল পিলখানা।

উইকিলিক্স সেটাই প্রমাণ করল....Click this link

বিষয়: বিবিধ

৮৯৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

306082
২৫ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:২৩
আবু জান্নাত লিখেছেন : হতেও পারে, ঘটনা এমনই বুঝা যাচ্ছে।
২৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:৫৫
247729
বাকপ্রবাস লিখেছেন : আমরী ধীরে ধীল বোয়াল মাছের পেটে ঢুকে যাচ্ছি, হুস তবু হচ্ছেনা
306108
২৫ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:০৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমরা এতই দুর্ভাগা জাতি যেনেও একই সাপ কে ফিরিয়ে আনি।
২৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:৫৬
247730
বাকপ্রবাস লিখেছেন : মানুষ এমন করে কিভাবে বেহুশ থাকে অবাক লাগে
কেমন করে অন্ধ হয়ে শাহবাগ থাকে?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File