# স্বপ্ন দেখি

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৩ ফেব্রুয়ারি, ২০১৫, ০৯:৫১:২৬ রাত



রোজ সকালে পাখির গানে

ভাংত আমার ঘুম

আজকে হঠাৎ গুলির শব্দ

সাতান্ন জোয়ান খুন।

সেই থেকে পাখ পাখালি

গাইলনা আর গান

নদীর জলে ভেসে গেল

হাজার হাজার প্রাণ।


ফুলের দেশ পাখির দেশ

রইল কেবল নামে

রোজই শুনি পড়ছে লাশ

এখানে আর সেখানে।

আবার কবে আসবে ফিরে

আমার সোনার দেশ

সাত সকালে গাইবে পাখি

থাকবেনা আর দ্বেষ।

বিষয়: বিবিধ

৮৫৩ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305823
২৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:১৮
২৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:০৫
247456
বাকপ্রবাস লিখেছেন : ভাইযান এইডা কি জিনিস? এইডা দিয়ে কি করে?
305826
২৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:৪৬
আবু জারীর লিখেছেন : আমরা কেউই জানিনা।
২৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:০৫
247457
বাকপ্রবাস লিখেছেন : এর প্রতিকার হতে হয়তো প্রজন্ম পার হবে
305831
২৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:৩৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : সেদিন হয়তো আর আসবে না এই দেশে
২৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:০৭
247458
বাকপ্রবাস লিখেছেন : কি জানি, হতেও পারে, ভারত তার জাল গুটানো শুরু কররে আরো জটিল হবে, যা এখনই দেখা যাচ্ছে, সরকার মিরজাফর এর ভুমিকায় আছে, মিরজাফর পরে আর ক্ষমতা পায়নি, সেটা ইঙরেজদের হাতেই ছিল
305848
২৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:৫৬
অষ্টপ্রহর লিখেছেন : বাঁশ রেডি করেন,
সরকার বাঁশ খাওয়ার জন্যে
প্রস্তুতি নিচ্ছে!
২৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:৫৯
247492
বাকপ্রবাস লিখেছেন : এ পর্যন্ত যা করে ফেলেছে সারা জীবন বাশের আগায় রাখলেও শোধ নেযা হবেনা
305895
২৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:১১
অষ্টপ্রহর লিখেছেন : ভাই,আমি অতি সাধারণ বাঙাল।
একটা বাঁশ ছাড়া ওনাদের আর বেশি কিছুই দিতে পারুম না!
যার যতটুকু সামর্থ্য আর কি!?
২৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:৩৩
247494
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor চলবে আমি কুড়াল নিয়া আইতাছি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File