# শুটিং যখন গুলশানে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৩ ফেব্রুয়ারি, ২০১৫, ০৫:২৬:০৪ বিকাল
গুলশানে ভীড় জমেছে
নটা নটির দল
কান্নাকাটির শুটিং হবে
ফেলবে চোখের জ্বল।
শুটিং শেষে আবার
আঁধার যখন হবে
যে যার মতো
নষ্ট হয়ে যাবে।
সকাল হবে যখন
গাইবে দেশের গান
বোঝা তবে দায়
কে ভাল, শয়তান।
অবরোধ হলে পরে
নষ্টামিতে টান পড়ে
তাইতো আসল সবাই
গুলশানে ভীড় করে।
বিষয়: বিবিধ
৯০১ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিয়াও করে
গরম দিলে বেরয় ধোয়া
বার্ন ইউনিট আর্ন করার ভাল একটা পথ দেখিয়ে দিয়েছে
ভাইয়ে ভাইয়ে কেবল গুতাগুতি
আমাদের চেতন না হলে
মন্তব্য করতে লগইন করুন