# শুটিং যখন গুলশানে

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৩ ফেব্রুয়ারি, ২০১৫, ০৫:২৬:০৪ বিকাল



গুলশানে ভীড় জমেছে

নটা নটির দল

কান্নাকাটির শুটিং হবে

ফেলবে চোখের জ্বল।

শুটিং শেষে আবার

আঁধার যখন হবে

যে যার মতো

নষ্ট হয়ে যাবে।


সকাল হবে যখন

গাইবে দেশের গান

বোঝা তবে দায়

কে ভাল, শয়তান।

অবরোধ হলে পরে

নষ্টামিতে টান পড়ে

তাইতো আসল সবাই

গুলশানে ভীড় করে।


বিষয়: বিবিধ

৯০১ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305771
২৩ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:৪৩
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : সঠিক কথা ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৩ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৪১
247392
বাকপ্রবাস লিখেছেন : আপু অনেক ধন্যাবাদ জানবেন
305774
২৩ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:৫৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : কথা সইত্য
২৩ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৪০
247391
বাকপ্রবাস লিখেছেন : খুবই ধন্যবাদ জানবেন
305779
২৩ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৩৩
সমুদ্রপার লিখেছেন : বার্ন ইউনিট ও এইসব কান্নাকাটির ছবি পাঠানো হবে জাতিসংঘে। তাদের সবিনয়ে জিজ্ঞাষা করা হবে '' এইসব নাশকতাকারি জঙ্গীদের সাথে কি টেবিলে বসে আলাপ আলোচনা করার কথা বলছেন কি?''
২৩ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৪০
247390
বাকপ্রবাস লিখেছেন : ছাত্রলীগ নেতারা পেট্রোলবোমা সহ ধরা পড়ছে সুতরাঙ কারা মারছে তার প্রমাণও দেয়া হবে
305782
২৩ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:২৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চিটিং এর দল শুটিং করে!!
২৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৪৯
247424
বাকপ্রবাস লিখেছেন : তারানার আবার বছর বছর
বিয়াও করে
305797
২৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:৪৬
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : সব শালারাই শয়তান! ছড়াও দারুন
২৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৪৯
247425
বাকপ্রবাস লিখেছেন : হুম রসুনের এক কোয়া
গরম দিলে বেরয় ধোয়া
305798
২৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:৪৭
দ্য স্লেভ লিখেছেন : একজন হুজুরও জোগাড় করছে দেখছি... Happy
২৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৪৯
247426
বাকপ্রবাস লিখেছেন : হা হা হা দেখলাম
305817
২৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:০২
হতভাগা লিখেছেন :


বার্ন ইউনিট আর্ন করার ভাল একটা পথ দেখিয়ে দিয়েছে
২৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:১৫
247428
বাকপ্রবাস লিখেছেন : আমরা হতভাগা জাতি
ভাইয়ে ভাইয়ে কেবল গুতাগুতি
305840
২৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:২৬
আব্দুল গাফফার লিখেছেন : দারুন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন Good Luck Good Luck Good Luck Applause Applause
২৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:০৩
247455
বাকপ্রবাস লিখেছেন : থেঙংংংংংংংংংংংংংংংংংংংংংংংংংংংংংংংংংংংকু ভাইযান
305886
২৪ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৩৫
মানবাধিকার চা্ই লিখেছেন : সব এখন খোলস খুলে মুক্তযুদ্ধের শক্তির পতন ঠেকাতে রাস্তায় নেমেছেন । নাটক! সিনেমা ! না না টেলিফিল্ম !
২৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:৫৮
247490
বাকপ্রবাস লিখেছেন : সব যাবে নষ্টাদের দখলে
আমাদের চেতন না হলে
১০
305917
২৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:২৪
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। চমৎকার অনুভূতি ও উপস্থাপনা। জাজাকাল্লাহু খাইর।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File