ভাষার মাসে রুদ্ধ কেন বাক

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২১ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:২২:৩৮ বিকাল



ভাষার মাসে নেইতো ভাষা মুখে

রুদ্ধ বাক শিকল আর চাবুকে

বললে কথা ভয় ভয় ভয়

যদি আবার গদির কিছু হয়।

ভাষার মাসে ঠোটে যেন তালা

বুকে চাপা ভীষণ রকম জ্বালা।

ক্রসফায়ার আর গুমের আছে ভয়

যদি আবার গদির কিছু হয়!


ভাষার মাসে আশার নেইতো বাণি

আছে দ্বন্দ আর হানা হানি

হামলা আছে মামলার আছে ভয়

যদি আবার গদির কিছু হয়!

ভাষার মাসে ঘুমিয়ে কেন তবে

জাগো সবে আবার জাগতে হবে

রুধতে হবে শেকল পড়ার ভয়

দেখব গদি কেমনে রক্ষা হয়!


বিষয়: বিবিধ

৯৬৭ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305462
২১ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:৪৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যেখানে বিবেক রুদ্ধ সেখানে বাক কিভাবে স্বাধিন থাকে!
২১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৫৩
247154
বাকপ্রবাস লিখেছেন : জাগো জাতি আর কতকাল ঘুম
সময় এবার পিঠে দেয়ার ধুম
305483
২১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:১২
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৫৩
247155
বাকপ্রবাস লিখেছেন : ভাষা মাসে আশা চাই
মুখ খুলে বলতে চাই
305485
২১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:২৫
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। অন্তরে অমৃত না থাকলে মুখে গরল কী করে আসে বলুন ভাইয়া। আমরা জাতি হিসাবে যেন মৃত মানুষের ভূমিকায়!
সুন্দর ছন্দাকারে যথার্থই বলেছেন আপনি। জাজাকাল্লাহু খাইর।
২১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৫৪
247156
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ আপু ভাষার মাসে
দোয়া করবেন দানব নাশে
305511
২২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:৫৮
আবু জারীর লিখেছেন : ভাষার মাসেও আজ আমরা ভাষার যথেচ্ছা ব্যবহার করতে পারছিনা। এটাই সব চেয়ে বড় বেদনা। ধন্যবাদ।
২২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৩:০৮
247175
বাকপ্রবাস লিখেছেন : ব্যাবহার তো দুরের কথা
কথা বলাই দুষ্কর
বলছে যারা দু'চারজন
সব দালাল লস্কর
305586
২২ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:২১
একনিষ্ঠ এক্টিভিষ্ট লিখেছেন : স্বাধীন দেশের বাকরুদ্ধ নাগরিক আমরা। তবে-

হামলা আছে মামলার আছে ভয়
ভয়কে মোদের করতে হবে জয়
খোদার রহম তবে যদি হয় ।
২২ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:০৫
247228
বাকপ্রবাস লিখেছেন : Praying Praying Praying Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File