মৃত্যুঞ্জয়
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১০ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:৩৫:৩৯ রাত
আমার এখন দাড়ী রাখতে ভয়
শিবির বলে যদি আবার গুম হতে হয়।
আমার এখন মসজিদে যেতে ভয়
পুলিশ এসে বলবে শালা শিবির মনে হয়।
আমার এখন কলেজ যেতে ভয়
র্যাব আছে যদি আবার ক্রস ফায়ার হয়।
আমার এখন বেঁচে থাকতেই ভয়
থানা এখন জিম্মি করে চায় বিনিময়।
আমি কি পালিয়ে বেড়াব সারা জীবনময়?
নাকি আমি রুখে দিয়ে হব মৃত্যুঞ্জয়!
'বুবু আমারে বাঁচাও, পাঁচ লাখ টাকা না দিলে আমারে মাইরা ফালাইব। বুবু আমারে বাঁচা'Click this link
বিষয়: বিবিধ
৮১৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
থাকবেনাতো ভয়,
আব্বা জানের লকেট যদি
তোমার গলে রয়৷
বোমা মার বোতল মার,
পোড়াও মানুষ গাড়ী,
টাকা পাবে, অস্ত্র পাবে,
আরও পাবে বাড়ি৷
ভুল করে কেউ ধরেও যদি,
চিন্তা নাইকো তার,
পাগল বলে চালিয়ে দেব,
করব থানার বার৷
আব্বা জানের ছাতা
মরণ যদি তাও ভাল
কাটুক গর্দান মাথা
আমি তবু ঈমান নিয়ে
জীবন দিতে চাই
এমন বাবার পূজা করার
কোন প্রয়োজন নাই
পরম দয়ালু,এই অধমরা
পরবে ধরা যাইবে মারা
হারবে গোহারা...ডোন্ট অরি ভাই...
অনেক হৃদয় টাচি্ কবিতা।
আল্লাহ ভরসা,জালিমদের জীবন ২দিনের তাই
ধন দৌল জশ খ্যাতি সব ইহকালেই চায়
আমাদের তো আর সেই লোভ নাই
মুখে আর অন্তরে কালিমা নিয়েই যেতে চাই
মন্তব্য করতে লগইন করুন