# মন যখন অবচেতন

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ ফেব্রুয়ারি, ২০১৫, ০৭:৩৩:৪৩ সন্ধ্যা



আমরা দু'জন একই ক্লাশে পড়ি

একই পাড়ায় কাছাকাছি বাড়ি

আসতে যেতে দেখা হতো রোজ

আড়াল হলে হয়নি তবে খোঁজ।

আমি যখন স্কুলের পাঠ চুকে

গুনগুনিয়ে কলেজ গেলাম ঢুকে

তখন তোমার বিয়ের তোড়জোড়

কেমন যেন লাগল মনে ঘোর।


সেইযে কবে দেখা হয়নি আর

বছর পরে দেখেছি একবার

যাচ্ছ তুমি বরের হাত ধরে

দেখেও তুমি দেখলেনা ভান করে।

আজকে হঠাৎ হাঁটছিলাম আনমনে

পেছন হতে ডাকল কোন জনে?

তাকায় ফিরে নেইতো কেউ আর

তবুও কেন তাকাচ্ছি বার বার!!


বিষয়: বিবিধ

৭৫২ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

303700
০৯ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৫২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : খামখা পুড়ান কথা নিয়া চিন্তা করেন কেন??
ডিজিটাল হন!

(থবর কি দেব জায়গা মত যে ভুলে নাই তারে!!)
০৯ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৫৯
245662
বাকপ্রবাস লিখেছেন : আরে ধ্রুর লিখতে চাইছিলাম অন্য একটা হাসির ছড়া, বাট লিখতে গিয়ে এটা লিখে ফেললাম, আপনি শুধু শুটকি মাছের ঘ্রাণ পান
০৯ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:০৬
245685
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ঝাল দিয়া লা্উক্কা শুটকি খাইতে মনে কয়!!!Tongue
303709
০৯ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:৩৫
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৯ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:৫৪
245683
বাকপ্রবাস লিখেছেন : ডজন খানেক ধন্যবাদ নেবেন দুষ্টু পোলা
303723
০৯ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:৫৯
যা বলতে চাই লিখেছেন : ভাল লাগল। ভাব, ভাষা, ছন্দ ও বিষয়বস্তু সবই সুন্দর এবং নির্দোষ। চালিয়ে যান। তবে মাঝে মাঝে আল্লাহ প্রদত্ত এ প্রতিভা দিয়ে আল্লাহর প্রেমে আত্মহারা হয়ে যাওয়ার মত কিছু লিখলে প্রতিভার সঠিক ব্যবহার নিশ্চিত হবে বলে আশা করি। শুভকামনা রইল। Rose Rose Rose
১০ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:১৮
245695
বাকপ্রবাস লিখেছেন : খুবই ধন্যবাদ জানবেন, আপনার পরামর্শ মনে থাকবে, চেষ্টা করব ইনশাআল্লাহ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File