# হায় বেচারা !

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৩ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:১২:৪৫ সকাল



নামটা তার সুমাইয়া

আসল পাড়ায় ধুমাইয়া

এদিক ওদিক চায়

দাঁড়ায় বারান্দায়।

চোখের পাতা পিটির-পিটির

করছিলে খুব চিটির-ফিটির

বুঝতে বাকি নেই

প্রেমে পড়বেই।


পাড়ার ছেলে ছগির

বাদ রইলনা বশির

হারাল সবে খেই

প্রেম করবেই।

খবর নিল শেষে

গেলই বুঝি ফেঁসে

তিন কন্যার মা

বুঝাই গেলনা।

বিষয়: বিবিধ

৯১৮ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

302742
০৩ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৪৫
দ্বীপ জনতার ডাক লিখেছেন : হাহাহাহা
০৩ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:০৭
244872
বাকপ্রবাস লিখেছেন : একটু মজা করলাম আর কি!!! সুমাইয়া জানলে অবশ্য খবর আছে হা হা
302752
০৩ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:৪৪
হতভাগা লিখেছেন :
''এদিক ওদিক চায়

দাঁড়ায় বারান্দায়।''



০ তিন কন্যার মা কেন এদিক ওদিক চায় ?
দাড়ায়া বারান্দায় ?

স্বামী কি তার বিদেশ থাকে ?
একলা ঘরে সে কি থাকতে পারে না ঘুমাইয়া ?
০৩ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:০৮
244873
বাকপ্রবাস লিখেছেন : আমনে এত কিছু বিতড়ান ক্যা?? ছগির বশিরদের দলে নাম লিখাবেন নাকি?
০৩ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:২৬
244896
হতভাগা লিখেছেন : টাইম দিতে পারবো বলে মনে হয় না
302754
০৩ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:৪৯
০৩ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:০৯
244880
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor আমি কিন্তু কিছু জাননিা Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০৩ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:৩২
244890
সুমাইয়া হাবীবা লিখেছেন : Time Out Time Out Time Out Time Out
302818
০৩ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৫৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধাক্কা খাওয়ার অভিজ্ঞতা কি আপনার নিজের!!
০৩ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৪৬
244924
বাকপ্রবাস লিখেছেন : অ মোর জালা, সুমাইয়ারে জিগান আমারে কোন দিন ধাক্কা দিছে নাকিRolling on the Floor Rolling on the Floor
০৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:২১
244951
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মিরু-টিরু হইতে পারে! ছন্দ মিলাইবার জন্য সুমাইয়া!!!
০৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০২:৫৫
244972
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floorআমনে আছেন খালি পেচকি লাগানোর তালে
সব সময় উল্টা হাওয়া দিয়ে যান পালেRolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File