# হায় বেচারা !
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৩ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:১২:৪৫ সকাল
নামটা তার সুমাইয়া
আসল পাড়ায় ধুমাইয়া
এদিক ওদিক চায়
দাঁড়ায় বারান্দায়।
চোখের পাতা পিটির-পিটির
করছিলে খুব চিটির-ফিটির
বুঝতে বাকি নেই
প্রেমে পড়বেই।
পাড়ার ছেলে ছগির
বাদ রইলনা বশির
হারাল সবে খেই
প্রেম করবেই।
খবর নিল শেষে
গেলই বুঝি ফেঁসে
তিন কন্যার মা
বুঝাই গেলনা।
বিষয়: বিবিধ
৯১৮ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ তিন কন্যার মা কেন এদিক ওদিক চায় ?
দাড়ায়া বারান্দায় ?
স্বামী কি তার বিদেশ থাকে ?
একলা ঘরে সে কি থাকতে পারে না ঘুমাইয়া ?
সব সময় উল্টা হাওয়া দিয়ে যান পালে
মন্তব্য করতে লগইন করুন