ফিরে এসো বাবা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০২ ফেব্রুয়ারি, ২০১৫, ০৫:৪৯:১৬ বিকাল
আমার এখন অনেক টাকা
এইযে দেখ হাতে
আর হবেনা তোমার আমার
কষ্ট ডালে ভাতে।
আব্বু তুমি চলে এসো
আর যেওনা দূরে
রাত্রি হলে আম্মু কাঁদে
আমায় জড়িয়ে ধরে।
সত্যি বলছি এইযে দেখ
অনেক টাকা আমার
সব তোমাকে দিয়ে দেব
চলে এসো এবার।
(উমামা অনেক টাকা জমিয়েছে, আব্বুকে ফোনে বলবে চলে আসার জন্য, এই টাকা সে আব্বুকে দিয়ে দেবে, টাকার জন্য আর বিদেশ কাটাতে হবেনা)
বিষয়: বিবিধ
১১০২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উমামার মা কাদে কেন?
ওরে আমর মন
কন্যা কবে বড় হবে
চাকরী হবে কখন??
হা হা হা (শুকরিয়া সুন্দর কমেন্ট এর জন্য)
উমামার বাপ,
মেয়ের টাকায় বিদেশ যাওয়া
হয়ে যাবে মাফ৷
মন্তব্য করতে লগইন করুন