ভাবছ মানব হচ্ছ দানব বুঝতে তবু পারছনা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩১ জানুয়ারি, ২০১৫, ১২:৪৬:৫৫ দুপুর



তুমিই তো বলছ সব কারো কথা শুনছনা

যা ইচ্ছে করছ তায় দাবি দাওয়া মানছনা

মিছে মিছি রটিয়ে দিচ্ছ অবরোধ চলছেনা

জ্বলে পুড়ে মরছি যখন দায়টা আর নিচ্ছনা।

তুমিইতো খেলছ শুধু গণ ভাবনা ভাবছনা

এটা বলছ ওটা বলছ আসল কথা বলছনা

আকড়ে গদি থাকতে চাইছ নির্বাচনটা দিচ্ছনা

গণতন্ত্রের বলছ কথা পর মত সইছনা।


পুলিশের দায় নিচ্ছ মাথায় একটু তবু ভাবছনা

যাকে তাকে মারতে বলছ ধরতে কাউকে দিচ্ছনা

এসব করে চলবে ক'দিন হিসেব কষে দেখছনা

ইতিহাসটা ঘেটে দেখ রেহায় কিন্তু পাচ্ছনা।

বিষয়: বিবিধ

৮২৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

302321
৩১ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৪৮
লজিকাল ভাইছা লিখেছেন : দারুণ একটা কবিতা, তবে ভাই এত ভাল ভাল কবিতা লিখে কিন্তূ "প্রথম আলো মতি গুপ্ত" পুরস্কার পাবেন না।
আমার মত কিছু লোকের ভালবাসা কিন্তূ পাবেন। অনেক অনেক ভালবাসা -ভাল লাগা থাকল।
৩১ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:০০
244516
বাকপ্রবাস লিখেছেন : এটাই আমার শ্রেষ্ঠ পাওয়া অন্য কিছু চাইছিনা..........Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File